স্বাধীনতা দিবসে লাল কেল্লা থেকে বড় ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ স্বাধীনতা দিবসের অবসরে ১৫ই আগস্ট লাল কেল্লা (Red Fort) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ভাষণে এক দেশ এক রেশন কার্ড (one nation one ration card) যোজনার কথা উল্লেখ হতে পারে। সুত্র অনুযায়ী, এক দেশ এক রেশন কার্ড যোজনার সমস্ত তথ্য প্রধানমন্ত্রী কার্যালয়ের কাছে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত ২৪ টি রাজ্য আর কেন্দ্র শাসিত অঞ্চল এই যোজনায় অন্তর্ভুক্ত হয়েছে। আগামী দিনে আরও যেই রাজ্য গুলোকে এই যোজনার আওতায় আনা হবে সেগুলো হল … লাক্ষাদ্বীপ, লাদাখ, তামিলনাড়ু, ছত্তিসগড়, দিল্লী, মেঘালয়, পশ্চিমবঙ্গ আর অরুণাচল প্রদেশ।

বাংলা/ West bengal

কেন্দ্রের মোদী সরকার ২০২১ এর মধ্যে এক দেশ এক রেশন কার্ড যোজনা গোটা দেশে ১০০ শতাংশ ভাবে চালু করার লক্ষ্য রেখেছে। এক দেশ এক রেশন কার্ড যোজনা অনুযায়ী, আধার লিংক করে রেশন কার্ডের মাধ্যমে দেশের যেকোন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনা অনুযায়ী রেশনের দ্রব্য নেওয়া যাবে।

সম্পর্কিত খবর

X