বাংলার নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যে অজস্র সভা প্রধানমন্ত্রীর, দেখে নিন গোটা তালিকা

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যে প্রচারে নেমেছে বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর গতকাল প্রথম রাজ্য সফরে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অসমে একটি জনসভা সেরে গতকাল রাতে খড়গপুরে একটি রোড শো করেন তিনি। ওনার রোড শোয়ে খড়গপুর সদরের বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ও ছিলেন।

amit shah kharagpur

গতকাল খড়গপুরে অমিত শাহের রোড শোয়ে ভিড় উপচে পড়েছিল। মানুষের জনসমাগম দেখে অমিত শাহ অভিভূত হয়ে বলেন, বাংলার মানুষ স্থির করে নিয়েছে যে এবার বাংলায় আসল পরিবর্তন হবেই। তিনি বলেন, এবার বাংলায় ২০০-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি। গতকালের সভার পর আজ ঝাড়গ্রামে একটি সভা করবেন অমিত শাহ। এরপর সেখান থেকে বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। বাঁকুড়ার রানিবাঁধে একটি সভা করবেন তিনি।

আরেকদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বাংলায় ম্যারাথন সভা করতে চলেছেন। ৭ মার্চ ব্রিগেডে সভা করার পর এখনও রাজ্যে মোদীর কোনও নির্বাচনী সভা হয়নি। প্রাপ্ত খবর অনুযায়ী আগামী ১৮ মার্চ পুরুলিয়ায় একটি সভা করে রাজ্যে ফের নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এরপর ২০ মার্চ পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে একটি সভা করবেন তিনি। তারপর আবার ২২ মার্চ বাঁকুড়ায় সভা করার কথা প্রধানমন্ত্রীর। ২৪ মার্চ অধিকারী পরিবারের গড় বলে পরিচিত কাঁথিতে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সভায় কাঁথির তৃণমূল সাংসদ তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

১ এপ্রিল বাংলায় দ্বিতীয় দফা ভোটের দিনে জোড়া সভা থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। একটি সভা করবেন দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে, আরেকটি সভা করবেন হাওড়ার উলুবেড়িয়ায়। এরপর ৩ এপ্রিল হুগলির আরামবাগে একটি সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৬ এপ্রিল উত্তরবঙ্গের কোচবিহার আর দক্ষিণবঙ্গের সোনারপুরে জোড়া সভা রয়েছে প্রধানমন্ত্রী মোদীর।

১২ এপ্রিল দক্ষিণবঙ্গে জোড়া সভা থাকবে প্রধানমন্ত্রী মোদীর। একটি সভা কল্যাণীতে, একটি সভা করবেন বর্ধমানে। ১৪ এপ্রিল বারাসাত এবং কৃষ্ণনগরে জোড়া সভা প্রধানমন্ত্রীর। ১৭ এপ্রিল উত্তর দিনাজপুরের গঙ্গারামপুরে একটি সভা করবেন প্রধানমন্ত্রী। ২০ এপ্রিল অধীর চৌধুরীর গড় মুর্শিদাবাদে একটি সভা করবেন তিনি। ২৩ এপ্রিল দক্ষিণ কলকাতায় সভা থাকবে প্রধানমন্ত্রীর।

এই সভা গুলো ছাড়া আরও সভা বাড়তে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এছাড়াও অমিত শাহ, জেপি নাড্ডা, যোগী আদিত্যনাথরা রাজ্যে এসে একের পর এক সভা করবেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর