বাংলাহান্ট ডেস্ক: বিষ্ফোরক মন্তব্য করতে নাসিরউদ্দিন শাহের (Naseeruddin Shah) জুড়ি মেলা ভার। রাজনৈতিক বিভিন্ন ইস্যু থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে নিজস্ব মতামত দিয়ে থাকেন তিনি। এবার ফের এক বিষ্ফোরক মন্তব্য করে শোরগোল ফেলে দিয়েছেন বর্ষীয়ান অভিনেতা। তাঁর মতে, মুসলিমদের ঘৃণা করার বিষয়টা এখন ‘ফ্যাশনেবল’ হয়ে দাঁড়িয়েছে।
সাম্প্রতিক সময়ের কিছু বলিউড ছবির বিষয়বস্তুর দিকে ইঙ্গিত করেই এমন মন্তব্য করেন নাসিরউদ্দিন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাস্তবের অবাধ ইসলামোফোবিয়াই উঠে আসছে সাম্প্রতিক সিনেমাগুলিতে। মাঝে মাঝে বিষয়টা যথেষ্ট চিন্তাদায়ক হয়ে উঠছে।
তাঁর কথায়, ‘মুসলিমদের ঘৃণা করা এখন ফ্যাশনেবল হয়ে উঠেছে। শিক্ষিত মানুষদের মধ্যেও এই প্রবণতাটা দেখা যাচ্ছে। শাসক দল খুব বুদ্ধিদীপ্ত ভাবে মস্তিষ্কের মধ্যে এগুলো ঢুকিয়ে দিচ্ছে। আমরা ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র নিয়ে খুব আলোচনা করি। তাহলে সবকিছুর মধ্যে ধর্মের প্রসঙ্গ আসছে কেন?’
নাসিরের দাবি, এখন রাজনৈতিক নেতারা ধর্মকে অস্ত্র বানিয়ে ভোট আদায় করে। নির্বাচন কমিশন নির্বাক দর্শক মাত্র। কিন্তু মুসলিমদের ক্ষেত্রে এখানেও রয়েছে ব্যতিক্রম। নাসিরউদ্দিন বলেন, কোনো মুসলিম নেতা যদি ‘আল্লাহু আকবর’ বলে ভোট চান তাহলে প্রলয় নেমে আসতে পারে।
তাঁর রোষ গিয়ে পড়েছে প্রধানমন্ত্রীর উপরেও। তিনি ধর্মের নামে ভোট চাইতে পারেন আবার হেরেও যেতে পারেন, কটাক্ষ করেছেন নাসিরউদ্দিন। তাঁর মতে, এই কারণেই ধর্মের নামে ভোট চাওয়ার এই প্রহসন শীঘ্রই বন্ধ হবে। কেন্দ্রীয় সরকারেরই এই কৌশল এক সময় ভেঙে পড়বে বলে ভবিষ্যদ্বাণী করেছেন প্রবীণ অভিনেতা।
প্রসঙ্গত, নাসিরউদ্দিনকে শেষ বার দেখা গিয়েছে ‘তাজ: ডিভাইডেড বাই ব্লাড’ সিরিজে। মোঘল সম্রাট আকবরের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সিরিজের সাফল্যের দিকটা মাথায় রেখে সম্প্রতি দ্বিতীয় সিজনও শুরু হয়ে গিয়েছে। এই সিজনে দেখা যাচ্ছে বাঙালি অভিনেত্রী সৌরসেনী মৈত্রকে।