জোড়া বিপদে রিয়া! ভাই শৌভিকের পর এবার NCBর সমন পেলেন অভিনেত্রী, আগামীকালই হবে জেরা

বাংলাহান্ট ডেস্ক: ভাই শৌভিক চক্রবর্তীর (showik chakraborty) পর এবার মাদক (drugs) যোগে সন্দেহ ভাজন হিসাবে নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরোর (NCB) নজরে রিয়া চক্রবর্তী (rhea chakraborty)। শৌভিককে গ্রেফতারের পর এবার দিদি রিয়াকে জেরার জন‍্য সমন পাঠাল NCB। আগামী রবিবারই জেরার জন‍্য NCBর দফতরে হাজিরা দিতে হবে রিয়াকে।

সংবাদ মাধ‍্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী, আগামীকাল অর্থাৎ রবিবারই NCBর দফতরে হাজির হতে হবে রিয়াকে। এই মর্মেই আজ অভিনেত্রীর কাছে সমন পাঠিয়েছে নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরো। অর্থাৎ আগামীকাল সুশান্ত মামলায় মাদক যোগে লাগাতার জেরা করা হবে রিয়া চক্রবর্তীকে।

rheachakraborty31598541826
শুক্রবারই মাদক চক্রের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পাওয়ায় রিয়ার ভাই শৌভিক ও সুশান্তের হাউস ম‍্যানেজার স‍্যামুয়েল মিরান্ডাকে গ্রেফতার করে NCB। আজ তাঁদের দক্ষিণ মুম্বইয়ের ম‍্যাজিস্ট্রেট আদালতে পেশ করা হয়। শৌভিকের জামিনের দাবিতে আদালতে দলিল পেশ করেন রিয়ার আইনজীবী সতীশ মানেশিন্ডে। কিন্তু NCBর তরফে জানানো হয় তাদের কাছেও শৌভিকের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে।

মাদক মামলায় জড়িত দুই মাদক কারবারী জায়েদ ও বসিতের বয়ানে শৌভিকের নাম রয়েছে। এছাড়া তাঁদের কল ডিটেলস ও লোকেশনও খতিয়ে দেখে NCB। সব মিলিয়ে শৌভিক যে মাদক চক্রে যুক্ত সেই বিষয়ে যথেষ্ট প্রমাণ রয়েছে NCBর হাতে।

৯ সেপ্টেম্বর পর্যন্ত ৪ দিন NCBর হেফাজতেই থাকবেন শৌভিক ও স‍্যামুয়েল মিরান্ডা। এছাড়া মাদক মামলায় জড়িত মাদক কারবারী কাইজেন ইব্রাহিমকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

প্রসঙ্গত, শুক্রবার সকাল সাড়ে ছটা নাগাদ প্রথমে রিয়া চক্রবর্তীর বাড়িতে হানা দেয় নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরো আধিকারিকরা। রিয়ার মোবাইল ফোন, ল‍্যাপটপ ইত‍্যাদির উপর তল্লাশি চালানো হয়। আপাতত সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর।

এরপ‍রই স‍্যামুয়েল মিরান্ডার বাড়িতে উপস্থিত হয় তদন্তকারী অফিসাররা। সেখানে তল্লাশি চালানোর প‍রই তাঁকে আটক করা হয় বলে খবর। স‍্যামুয়েল মিরান্ডাকে নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরোর অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

প্রসঙ্গত, মাদক চক্রে জড়িত থাকার অভিযোগে ইতিমধ‍্যেই ৩ জন মাদক সরবরাহকারীকে গ্রেফতার করেছে নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরো‌। ফৈয়াজ আহমেদকে গ্রেফতার করা হয় গোয়া থেকে এবং জায়েদ ও বসিত নামে দুজনকে গ্রেফতার করা হয় মুম্বই থেকে। এর মধ‍্যে জিজ্ঞাসাবাদে রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীর নাম নিয়েছে জায়েদ। শৌভিক মাদক সংক্রান্ত বিষয়ে নিয়মিত তার সঙ্গে যোগাযোগ রাখত বলে দাবি করেছে সে।

Niranjana Nag

সম্পর্কিত খবর