প্রতারণা থেকে হেনস্তা, বছরে ৩০ শতাংশ বেড়েছে সাইবার অপরাধ, NCRB রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

Published on:

Published on:

NCRB Report that Cyber Crime Rising in India

বাংলা হান্ট ডেস্কঃ দেশে সাইবার ক্রাইমের (Cyber Crime) ঘটনা গত কয়েক বছরের চমকপ্রদ হারে বেড়েছে। জাতীয় অপরাধপঞ্জী বা ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (NCRB) জানিয়েছে, এক বছরে অনলাইন অপরাধ বেড়ে হয়েছে ৩১ শতাংশের বেশি। সোমবার রাতে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক এই তথ্য।

সাইবার ক্রাইমের (Cyber Crime) রেকর্ড ভাঙা পরিসংখ্যান

NCRB জানিয়েছে, ২০২২ সালে অনলাইন ক্রাইমের (Cyber Crime) নথিভুক্ত ঘটনা ছিল ৬৫ হাজার ৮৯৩টি। ২০২৩ সালে তা লাফিয়ে বেড়ে দাঁড়িয়েছে ৮৬ হাজার ৪২০-এ। অর্থাৎ মাত্র এক বছরে ২০ হাজারের বেশি ঘটনা বেড়েছে। কর্মকর্তাদের দাবি, প্রকৃত অপরাধের সংখ্যা এই হিসেবের থেকেও বহুগুণ বেশি। ভারতের মতো বিশাল দেশে যেখানে প্রায় ৮০ কোটি মানুষের হাতে স্মার্টফোন, সেখানে সাইবার অপরাধের প্রকোপ যে মারাত্মক রূপ নিচ্ছে, তা রিপোর্টেই স্পষ্ট।

কোন অপরাধ সবচেয়ে বেশি?

রিপোর্ট অনুযায়ী, নথিভুক্ত সাইবার অপরাধের (Cyber Crime) ৬৭ শতাংশই প্রতারণা ও যৌন হয়রানিমূলক। বিশেষ করে অনলাইনে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা সবচেয়ে বেশি। বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ মানুষ এই ধরনের অপরাধের শিকার হলে কোথায় অভিযোগ জানাতে হয় সে সম্পর্কে যথেষ্ট অবগত নন। ডাকাতি, ছিনতাই, পকেটমারি হলে থানায় যাওয়া যায় এটা সবাই জানেন। কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হলে বা হ্যাকিংয়ের শিকার হলে কী করতে হবে তা নিয়ে মানুষের জ্ঞান অনেকটাই কম।

গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে বেড়েই চলেছে সাইবার অপরাধ। ২০১৮ সালে নথিভুক্ত হয়েছিল ২৭ হাজার ২৪৮টি ঘটনা। ২০১৯-এ তা বেড়ে দাঁড়ায় ৪৪ হাজার ৭৩৫-এ। তারপর থেকে প্রতি বছরই সংখ্যা বেড়েছে। সর্বশেষ ২০২৩-এ এসে তা পৌঁছেছে ৮৬ হাজার ৪২০-এ।

NCRB Report that Cyber Crime Rising in India

আরও পড়ুনঃ প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির পাশে বোমা বাজি, রাজনৈতিক অশান্তিতে কেঁপে উঠল ব্যারাকপুর

রাজ্য পুলিশের সাইবার সেলের এক পদাধিকারীর কথায়, “এই সংখ্যা প্রকৃত ঘটনার তুলনায় অনেকটাই কম। মানুষ অভিযোগ দায়ের না করায় অনেক ঘটনা রেকর্ডে আসেই না।” একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, দেশে এই ধরনের অপরাধ (Cyber Crime) দমনে পরিকাঠামোগত ঘাটতি ভয়াবহ। ফলে অপরাধীরা আরও সাহস পাচ্ছে।