আর ভালো লাগছে না দীঘা-মন্দারমনি ? সামান্য খরচেই ঢুঁ মেরে আসুন এই আনকোরা সি বিচে

বাংলাহান্ট ডেস্ক : বর্ষাকালে আমাদের বাংলার প্রকৃতি এক অনন্য রূপ ধারণ করে। ভিজে জঙ্গল থেকে উত্তাল সমুদ্র সৈকত, বর্ষার সময় বাংলাকে পাওয়া যায় এক নতুন রূপে। এই সময়টাতে অনেকেই সমুদ্রে ঘুরতে যান। বাঙালির কাছে সমুদ্র ভ্রমন মানে দীঘা-মন্দারমনি। কিন্তু এই সৈকতগুলিতে এখন ভিড়ে পা রাখা দায়। হঠাৎ করে হোটেল পাওয়াও বেশ কষ্টসাধ্য ব্যাপার।

এই অবস্থাতে আপনারা যদি নির্জন কোনও সমুদ্র সৈকতে ঘুরতে যেতে চান তাহলে আজকের এই প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন। পরিখি সৈকতের (Parikhi Sea Beach) নাম অনেকেই শোনেননি। এই সমুদ্র সৈকত অবস্থিত কলকাতার খুব কাছেই। মাত্র কয়েক ঘণ্টায় আপনারা নির্জন এই সৈকতে চলে যেতে পারবেন। পর্যটকদের কাছে এখনও এই সৈকত খুব একটা পরিচিত হয়ে ওঠেনি।

তাই এখানে হোটেল-রিসর্টও কম। চাইলে খুব সকালবেলা আপনারা এই সৈকতের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। পরিখি কোলাঘাট থেকে মাত্র 181 কিলোমিটার দূরে। জলেশ্বরের দিকে পরে এই সৈকত। নির্জন এই সৈকতে রয়েছে হাতেগোনা কয়েকটি রিসর্ট। গ্রামের মধ্যে দিয়ে আপনারা পৌঁছে যেতে পারবেন এই সৈকতে। একেবারে ফাঁকা এই সৈকতের তীরে থাকে কয়েকটি নৌকো।

img 20230719 181648

সকালে সৈকতের জল খানিকটা এগিয়ে আসে সামনের দিকে। দিগন্ত বিস্তৃত সমুদ্রের পাশে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে ঝাউবন। সপ্তাহ শেষে একান্ত মনে ছুটি কাটানোর সেরা ডেস্টিনেশন পরিখি। এখানে নৌকা করে আপনারা যেতে পারেন অদূরে থাকা ঝাউবন দ্বীপে। বন্ধুবান্ধব বা পরিবারকে নিয়ে নিশ্চিন্তে কয়েকটা দিন সমুদ্রের তীরে কাটানোর জন্য আদর্শ জায়গা পরিখি।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর