বাংলাহান্ট ডেস্ক : সদ্য গিয়েছে ‘নিম ফুলের মধু’র (Serial) নায়ক সৃজন ওরফে অভিনেতা রুবেল দাসের বিয়ে। পর্দার নায়কের বিয়ে উপলক্ষে একত্রিত হয়েছিল গোটা নিম ফুল পরিবার। একটি বিয়ে নিয়ে মাতামাতি থামতে না থামতেই এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সিরিয়ালের (Serial) আরেক নায়িকা।
ফের বিয়ের সানাই নিম ফুলের মধু সিরিয়ালে (Serial)
জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল (Serial) নিম ফুলের মধু। এই ধারাবাহিকেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে সৌমি চক্রবর্তীকে। পরৃণার বান্ধবী তথা ছোট জা রুচিরার চরিত্রে অভিনয় করছেন তিনি। পর্দায় চয়নের স্ত্রী হলেও বাস্তবে এখনো অবিবাহিত সৌমি। তবে সিঙ্গেল নন তিনি।
পাকআ দেখার সুখবর শেয়ার: জনপ্রিয় ইউটিউবার পৃথ্বীশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌমির সম্পর্কের কথা কারোরই অজানা নয়। প্রেমিকের সঙ্গে সহবাস সম্পর্কে রয়েছেন রুচিরা (Serial)। একই ফ্ল্যাটে থাকেন দুজন। সম্প্রতি সেখানেই মুখোমুখি হয়েছিল দুজনের পরিবার। এই প্রথম মুখোমুখি কথা বলে দুই পরিবার।
আরো পড়ুন : প্যারাসিটামল থেকে অ্যান্টিবায়োটিক, রয়েছে সবকিছুই! আরও ৫১ টি ওষুধ “ফেল” করল পরীক্ষায়
কবে হচ্ছে বিয়ে: সোশ্যাল মিডিয়ায় সেকথা জানিয়ে পৃথ্বীশকে বলতে শোনা যায়, ‘আমাদের কি পাকা দেখা হচ্ছে?’ উত্তরে সৌমি উচ্ছ্বাস সহকারে বলে ওঠেন, ‘হ্যাঁ হচ্ছে!’ তবে পাকা দেখার কথা শেয়ার করলেও কবে বিয়ে করছেন এই জুটি তা অবশ্য তাঁরা ফাঁস করেননি এখনো। তবে রুবেলের পর এবার সৌমির (Serial) বিয়ে দেখার জন্যও উৎসাহিত অনুরাগীরা।
আরো পড়ুন : “ব্যক্তিগত ভাবে কষ্ট হয়”, ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে উলটো সুর! নতুন কী ফন্দি আঁটছেন ইউনূস?
প্রসঙ্গত, পৃথ্বীশের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ করায় প্রথমে তীব্র ট্রোলের মুখে পড়তে হয়েছিল সৌমিকে। তাঁর প্রাক্তন মুসলিম প্রেমিককে নিয়ে কটাক্ষের মুখে পড়েছিলেন অভিনেত্রী। তবে পালটা জবাব দিতেও ছাড়েননি সৌমি। দুই পরিবারের সম্মতিতেই লিভ ইন সম্পর্কে রয়েছেন তাঁরা। পরস্পরের বাড়িতে ঘুরতে যেতেও দেখা যায় তাঁদের। এবার কবে বিয়ের সুখবর দেন সৌমি তারই অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।