বিয়ের পরেই বেড়েছে ওজন, কমেডিয়ান ভারতীর সঙ্গে তুলনা করে কুৎসিত ট্রোল নেহা কক্করকে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ট্রোল বহু পুরনো সঙ্গী নেহা কক্করের (neha kakkar)। তাঁর রিমিক্স গান গাওয়া, রিয়েলিটি শোতে মুহূর্তে মুহূর্তে কেঁদে ভাসানো, এমনকি বিয়ের সময়ে অন‍্য অভিনেত্রীদের লুক নকল করার অভিযোগ তুলেও ট্রোল করা হয়েছিল গায়িকাকে। এবার তিনি ট্রোল হচ্ছে বাড়তি ওজনের জন‍্য। কয়েকজন তাঁকে কমেডিয়ান ভারতী সিংয়ের সঙ্গে তুলনা করেও কুৎসিত ট্রোল করেছেন।

এমনিতে নেহার আগের ও এখনকার লুকের মধ‍্যে বিস্তর ফারাক। জন্মগত কোঁকড়া চুল স্ট্রেট করে পুরো লুকটাই বদলে ফেলেছেন তিনি। কিন্তু বিয়ের পর থেকেই তন্বী নেহার আচমকা ওজন বৃদ্ধি চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল নেটমাধ‍্যমে। কয়েকজন প্রশ্নও তুলেছিলেন যে নেহা কি অন্তঃসত্ত্বা? কিন্তু সেসব গুঞ্জন উড়িয়ে দিয়ে স্বামী রোহনপ্রীত সিংয়ের সঙ্গে একটি ভিডিও বানান গায়িকা ট্রোলের উত্তর দিয়ে। তবুও থামার নাম করছে না সমালোচকরা।


নেহা বলেছিলেন, “আমি মানছি যে আমার পেটটা একটু গোলু মোলু হয়ে গিয়েছে। কিন্তু এতটাও না যে আমাকে প্রেগনেন্ট মনে হবে।” তিনি আরো জানান, আগামী দু তিন বছরে সন্তান নেওয়ার কোনো চিন্তাই করছেন না তিনি ও রোহনপ্রীত।

সম্প্রতি গায়িকার কিছু ছবি সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখে নতুন করে ট্রোল শুরু হয়েছে। নিউ ইয়ারের আগে গোয়ায় একটি কনসার্টের জন‍্য উড়ে গিয়েছেন নেহা রোহনপ্রীত। মুম্বই বিমানবন্দরে পাপারাৎজির ক‍্যামেরাবন্দি হন দুজনে। একটি হালকা বেগুনি রঙের ঢিলেঢালা পোশাক পরেছিলেন নেহা।

ছবিগুলি ভাইরাল হতেই বাড়তি ওজনের জন‍্য নেহাকে কটাক্ষ শুরু করে নেটনাগরিকদের একাংশ। কয়েকজন দাবি করেছেন, অন্তঃসত্ত্বা হওয়ার খবর সবার কাছে লুকিয়ে যাচ্ছেন নেহা। আবার অনেকে কটাক্ষ করেছেন, ভারতী সিংয়ের মতো দেখাচ্ছে গায়িকাকে।

https://www.instagram.com/reel/CYGEFhMFms4/?utm_medium=copy_link

উল্লেখ‍্য, ভারতীকেও ওজনের জন‍্য প্রচুর খোঁটা সহ‍্য করতে হয়েছে। কিন্তু নিজেকে নিয়েই মজা করে এসেছেন তিনি। তবে বেশ কয়েক মাস ধরে একটানা পরিশ্রম করে লক্ষণীয় ভাবে ওজন কমিয়েছেন ভারতী। ট্রোলারদের মুখের উপরে সপাটে জবাব দিয়েছেন তিনি। নেহা যদিও এসব সমালোচনা, নেতিবাচকতাকে পাত্তা না দেওয়ারই মনস্থ করেছেন।

সম্পর্কিত খবর

X