ছাগল নিয়ে ঝগড়া করাই হল কাল! এমন জায়গায় আঘাত দিলেন প্রতিবেশী, নপুংসক হয়ে গেলেন যুবক

বাংলা হান্ট ডেস্ক: মাঝেমধ্যেই আমরা এমন কিছু ঘটনা সম্পর্কে জানতে পারি যেগুলি রীতিমতো অবাক করে দেয় সবাইকেই। শুধু তাই নয়, সামান্য বিষয়ের পরিপ্রেক্ষিতে কিছুজন যে ভয়ানক কান্ড ঘটিয়ে ফেলতে পারেন সেই বিষয়টিও স্পষ্ট হয়ে যায় ওই ঘটনাগুলির মাধ্যমে। সেই বেশ বজায় রেখেই একটি চাঞ্চল্যকর বিষয় এবার সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, উত্তরপ্রদেশের (Uttar Pradesh) শাহজাহানপুর জেলায় ছাগলকে কেন্দ্র করে ঝগড়ার জেরে ২৮ বছর বয়সী এক ব্যক্তি, প্রতিবেশীর যৌনাঙ্গ কেটে ফেলেন।

বিষয়টি জেনে শিউরে উঠলেও ঠিক এই ঘটনাই ঘটেছে। এমতাবস্থায় ওই প্রতিবেশীর অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গিয়েছে। তাঁকে মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। পাশাপাশি এই চাঞ্চল্যকর ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন হাসপাতালে ভর্তি থাকা ব্যক্তির পরিবারের সদস্যরা।

Neighbor hurt private parts due to quarrel over goat

হামলার পর হয়ে যান অজ্ঞান: তথ্য অনুযায়ী, গত রবিবার রাতে শাহজাহানপুরের রোজা এলাকায় এই ঘটনাটি ঘটে। এই প্রসঙ্গে আহত ব্যক্তি জানিয়েছেন, একটি ছাগলের কারণে প্রতিবেশী গঙ্গারাম সিংয়ের সঙ্গে তাঁর ঝগড়া হয়। তারপরেই গঙ্গারাম তাঁকে মাটিতে ফেলে দিয়ে তাঁর গোপনাঙ্গ কেটে দেন। যার জেরে তিনি অজ্ঞানও হয়ে যান। পাশাপাশি, একটি মিডিয়া রিপোর্টে বলা হয়েছে যে, প্রাথমিকভাবে পুলিশ মামলাটি নথিভুক্ত করতে অস্বীকার করে।

আরও পড়ুন: আর নয় অপেক্ষা! এবার ঘাটালও জুড়বে রেলপথে? রেলমন্ত্রীকে আবেদনের পরই শুরু হল জল্পনা

করছেন আশঙ্কা: এছাড়াও, ওই আহত ব্যক্তি জানান, তাঁর গোপনাঙ্গে অসহ্য যন্ত্রণা হচ্ছিল। পাশাপাশি, তাঁর আশঙ্কা যে, এই আঘাতের কারণে তাঁর বৈবাহিক জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে। যদিও, পুলিশ সূত্রে খবর মিলেছে চিকিৎসকেরা জানিয়েছেন, আহত ব্যক্তির আঘাত বাহ্যিকভাবে ঘটেছে এবং অভ্যন্তরীণ কোনো স্নায়ুর ক্ষতি হয়নি।

আরও পড়ুন: এবার আরও উন্নত হবে ভারতীয় রেল, এই বড় সংস্থার সঙ্গে হাত মেলাল টাটা! আসছে নয়া ধামাকা

অভিযুক্তর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে: সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে রোজা থানার ইনচার্জ অমিত পান্ডে জানিয়েছেন, আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন তাঁর বাহ্যিক আঘাত রয়েছে। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। পাশাপাশি স্টেশন ইনচার্জ আরও জানান, অভিযুক্ত গঙ্গারামের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। আহত ব্যক্তির অভিযোগের ভিত্তিতে, গঙ্গারামের বিরুদ্ধে আইপিসির ৩২৩, ৫০৪ এবং ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানা গিয়েছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর