বাংলাহান্ট ডেস্কঃ আজ পৃথিবীর (earth) মাথার উপর দিয়ে ভেসে যাবে ধুমকেতু NEOWISE । পৃথিবীর থেকে আজ মাত্র ১০ কোটি কিলোমিটার দূরে সে। আরও বেশি উজ্জ্বল ও স্পষ্ট দেখা যাবে তার রূপ। রাতের আকাশে আলোর মায়া ছড়িয়ে দিয়ে যাবে নিওওয়াইস। ভারত থেকে খালি চোখেই দেখা যাবে তাকে।
আজ সূর্যাস্তের পর রাত সাড়ে ৯টা অবধি আকাশে খালি চোখে স্পষ্ট হয়ে দেখা দেবে এই ধূমকেতু। সপ্তর্ষিমণ্ডলের দক্ষিণে উজ্জ্বল হয়ে আলো ছড়িয়ে দেবে।আগের বছর পৃথিবীর একদম কাছে এসে গিয়েছিল ‘পাগলা ঘোড়া’, এই বছর এপ্রিল মাসে আমাদের সৌরমন্ডলে এসে উপস্থিত হন আরেক আগন্তুক ‘রাজহাঁস’ (comet swan)।মার্চ মাসেই এই অনাহুত অতিথির খোঁজ পেয়েছিল ‘ওয়াইল্ড-ফিল্ড ইনফ্রারেড সার্ভে এক্সপ্লোরার’ (WISE) স্পেস টেলিস্কোপ।
পৃথিবীর ধারেকাছে হুটহাট চলে আসা গ্রহাণু বা মহাজাগতিক বস্তুকে শনাক্ত করাই এই ওয়াইস স্পেস টেলিস্কোপের কাজ। তার এই নিয়ার-আর্থ অবজেক্ট মিশনেই ধরা দেয় নিওওয়াইস। ধূমকেতু তখন সূর্যের খুব কাছে। প্রায় সাড়ে চার কোটি কিলোমিটারের দূরত্বে।
নিওওয়াইসের পরিধি ৩০ কিলোমিটারের কম। এর শরীর তৈরি হয়েছে পাথর, গ্যাস আর বরফ দিয়ে। বিজ্ঞানীরা বলছেন, সূর্যের কাছাকাছি সৌরবায়ু ও তড়িদাহত সৌরকণাদের সংস্পর্শে এসে এই গ্যাস ও বরফ উবে গিয়ে নতুন পরিমণ্ডল তৈরি হয়েছে। দুটো লেজও গজিয়েছে যার একটি গ্যাসের ও অন্যটির ধুলোর।
প্রসঙ্গত, বছর তিরিশ আগে দুই বাঙালি বিজ্ঞানী বলেছিলেন, একের পর এক ধুমকেতুরা ঢুকে পড়বে আমাদের সৌরমণ্ডলে। খুব কম হলেও বছরে একবার হলেও দেখা মিলবে এই পরিযায়ীদের। এবার সেই পূর্বাভাস সত্যি করেই পাগলা ঘোড়া, রাজহাঁস দের পথ ধরে আমাদের সৌরজগতে এসেছে নতুন অতিথি ‘নিওয়াইস’