‘রাধা কলঙ্কিনী’ আর ‘কানু হারামজাদা’ দেবদেবীর অপমান, অনুস্কার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন নেটিজেনরা

বাংলাহান্ট ডেস্কঃ পাতাল লোকের (patal lok) পর ফের একবার বুলবুল (bulbul) এর জন্যও এক দল মানুষের ক্ষোভের মুখে অনুস্কা শর্মা (anuska sharma)। তাদের অভিযোগ এই ওয়েব ছবিতে ব্যবহৃত “কলঙ্কিনী রাধা” গানটিতে নাকি হিন্দু দেব দেবীদের অপমান করা হয়েছে।

“কলঙ্কিনী রাধা” এক অতি জনপ্রিয় বাংলা লোকসংগীত। হিন্দু মুসলিম সমন্বয়বাদী বাউল সাধকের এই গানের ব্যবহার নিজের ওয়েব ছবিতে ব্যবহার করেছিলেন অনুস্কা শর্মা৷ তার পরেই দেশ জুড়ে বিতর্ক শুরু হয়৷ অভিযোগ করা হয় গানটিতে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে৷

images 2020 07 03T132756.935

গানের “কানু হারামজাদা” ও “কলঙ্কিনী রাধা” শব্দদুটিকে কিছুতেই মানতে পারছেন না উত্তর ভারতের একাংশ৷ গানটির সাবিটাইটেলে হিন্দি তরজমায় হারামজাদা শব্দের অর্থ করা হয়েছে ‘নটখট’ বা দুষ্টু। এখানেই নাকি ভগবান শ্রীকৃষ্ণ এর প্রতি হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া হয়েছে বলে অভিযোগ।

জনপ্রিয় ইউটিউবার হিন্দুস্তানি ভাউ টুইট করে দাবি করেন, বুলবুলে যেভাবে শ্রীকৃষ্ণ ও রাধাকে নোংরা ভাষায় অপমানিত করা হয়েছে, তার জন্য সরকার কি আনুষ্কা শর্মাদের বিরুদ্ধে তদন্ত করা উচিত সরকারের। আদিত্য অখিল নামক একজনের অভিযোগ বিনোদনের নামে চিরকালই বলিউড এভাবে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগ অপমান করে আসছে।

অভিযোগ করা হয়েছে, হিন্দু ধর্মকে অপমান করার ক্ষেত্রে উস্কানি দিচ্ছেন অনুষ্কা। এর আগে পাতাললোকের ক্ষেত্রেও একই অভিযোগ ওঠে। নেটফ্লিক্স বয়কট করবারও ডাক দিয়েছেন তারা। একই সাথে অভিযোগকারীরা গানটি ব্যাবহার করার জন্য অনুষ্কার এই সিরিজটি নিষিদ্ধ করবার আবেদন করলেও তা ধোপে টেকেনি।

সম্পর্কিত খবর