আন্দোলন না মোচ্ছব! কৃষক বিক্ষোভে এলেই মিলছে বিরিয়ানি, অবাক নেট-দুনিয়া

বাংলা হান্ট ডেস্ক: কেন্দ্রের নয়া কৃষি বিলের প্রতিবাদে দীর্ঘদিন ধরেই পঞ্জাবে বিক্ষোভ দেখাচ্ছিলেন কৃষকরা। কিন্তু সম্প্রতি সেই বিক্ষোভের আঁচ এসে পরে দিল্লিতে। অসংখ্য ট্র্যাক্টর, ছয় মাসের রসদ নিয়ে দিল্লিতে প্রবেশের আগে সীমান্তে অবস্থান বিক্ষোভ শুরু করে কৃষক সংগঠনগুলি। কিন্তু সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়া’র শেয়ার করা একটি ভিডিয়ো ঘিরে সোশ্যাল মিডিয়ায় এই ‘কৃষক বিদ্রোহের’ উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাতে দেখা যাচ্ছে, বিক্ষোভের মাঝেই দেদার বণ্টন করা হচ্ছে বিরিয়ানি! আর তা খেতে লাইন ধরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে আসা ‘কৃষক’রা।

সেই ভিডিও প্রকাশ্যে আসতেই জোর চর্চা শুরু হয়েছে নেট দুনিয়ায়। অনেকেই এই আন্দোলনের সঙ্গে গত বছরের শেষে শুরু হওয়া সিএএ ও এনআরসি বিরোধী বিক্ষোভের মিল পাচ্ছেন। অনেকেই এই ‘কৃষক বিক্ষোভ’কে দ্বিতীয় শাহিনবাগ বলে কটাক্ষ করেছেন। কৃষ্ণ নামের এক ব্যক্তি ট্যুইটারে এই প্রসঙ্গে মন্তব্য করেন, ‘বিরিয়ানি বিক্ষোভের অভাবনীয় সাফল্যের পর এবার ভারতের সবচেয়ে বড় নাটকের দ্বিতীয় ভাগ প্রকাশ্যে এল। শাহিনবাগের দ্বিতীয় সিজনের থিম কুদরাতি বিরিয়ানি কৃষক বিক্ষোভ।

https://twitter.com/Krishna41411481/status/1333367972434300928?s=19

 

অনেকেই প্রশ্ন তুলেছেন দেশের প্রান্তিক কৃষকরা বিক্ষোভ দেখাতেই পারেন। কিন্তু তারা যদি সত্যিই আর্থিকভাবে কমজোরি হুন, তাহলে ছয় মাসের রসদ নিয়ে এতো ট্র্যাক্টর যোগার করে দীর্ঘদিন বিক্ষোভ দেখানোর মতো অর্থ তারা কোত্থেকে পাচ্ছেন।

তার উপর আবার বিরিয়ানি সহযোগে মোচ্ছব চলছে। কেউ কেউ দাবি করেছেন পাকিস্তানের আইএসআই, কংগ্রেস ও বাম দলগুলি কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ চালিয়ে যাওয়ার জন্য বিক্ষভকারীদের অর্থ সাহায্য করছে।

সম্পর্কিত খবর