গাফিলতিপূর্ণ কাজের দিন শেষ, OTT এবং সোশ্যাল মিডিয়ার জন্য নতুন গাইডলাইন প্রকাশ কেন্দ্রের

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ ওটিটি (ott) এবং সোশ্যাল মিডিয়ায় (social media) প্রকাশিত ও সম্প্রচারিত হওয়া বিষয়বস্তু নিয়ে নানারকম সমস্যা হওয়ায়, সেগুলো নিয়ন্ত্রণের বিষয়ে এবার উদ্যোগ নিল কেন্দ্র। কিছুদিন আগেই প্রকাশিত ‘মির্জাপুর ২’, ‘একে ভার্সাস একে’, ‘তাণ্ডব’, ‘আ স্যুইটেবল বয়’ নামক এই সকল ওয়েব সিরিজ নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয়েছিল। কোনটার ডেসিং সেন্স আবার কোনটা ধর্মীয় ভাবাবেগকে আঘাত করছে বলেও, অভিযোগ উঠেছিল। এবার এই বিষয়ে রাশ টাল কেন্দ্র সরকার।

সম্প্রতি কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ (ravi shankar prasad) ওটিটি ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত বিষয়ের কন্টেন্ট নিয়ে বেশকিছু নির্দেশিকা জারি করলেন। এবার থেকে সরকারের এই নির্দেশিকা মান্য করেই, ওটিটি ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে হবে।

১) কোন বিষয়ে অভিযোগ জানানোর জন্য অভিযোগ নিরসন প্রক্রিয়া অবশ্যই রাখতে হবে প্রত্যেক প্ল্যাটফর্মে এবং একজন আধিকারিককেও নিয়োগ করতে হবে। সেইওসঙ্গে একজন ভারতীয় মুখ্য অভিযোগ আধিকারিকও রাখতে হবে।

২) ১৫ দিনের মধ্যেই সমস্ত অভিযোগের মীমাংসা করতে হবে।

৩) প্রত্যকে প্ল্যাটফর্মে আইন রক্ষকদের সঙ্গে সংযুক্ত আছে এমন একজন নোডাল বা প্রধান যোগাযোগের ব্যক্তি রাখতে হবে।

৪) কোনকিছু প্রকাশের সময় বিষয় বা কন্টেন্ট নিয়ে ভালোভাবে ভাবতে হবে। বয়স ভেদে ৫ টি ভাগে বিভক্ত করতে হবে। ‘ইউনিভার্সাল (ইউ)’, ‘ইউ/এ ৭+’, ‘ইউ/এ ১৩+’, ‘ইউ/এ ১৬+’, ও ‘প্রাপ্তবয়স্ক’। তবে এর মধ্যে শেষ তিনটে ভাগের জন্য পেরেন্টাল লক সিস্টেমের ব্যবস্থাও রাখা আবশ্যক।

৫) কোন মহিলা যদি কোন বিষয় নিয়ে অভিযোগ করেন, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে সেই বিতর্কিত পোস্ট সরিয়ে ফেলতে হবে।

৬) প্রতি মাসে রিপোর্ট দেখাতে হবে। প্রতি প্ল্যাটফর্মে কতগুলো অভিযোগ পড়েছিল এবং তা মেটানোর জন্য কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল, তাও জানাতে হবে।

৭) ট্যুইটার মাধ্যম হোক কিংবা ম্যাসেজ মাধ্যম- যেকোন ভাবে যদি কোন ক্ষতিকর বিষয় ছড়িয়ে পড়ে, সেটা কে ছড়িয়ে এবং কিভাবে ছড়িয়েছে- তা খুঁজে বের করতে হবে। সেইসঙ্গে অভিযুক্ত ব্যক্তির নামও প্রকাশ করতে হবে।

সম্পর্কিত খবর

X