বাংলাহান্ট ডেস্ক : সিকিম (Sikkim) ভ্রমণ মানেই আমাদের মাথায় আসেগ্যাংটক, পেলিং, লাচুং, ইয়ুমথাং, ইয়াকসামের নাম। তবে এবার সিকিমের একটি হ্রদ খুলে দেওয়া হল পর্যটকদের জন্য। বৌদ্ধ সন্ন্যাসীরা ধর্মীয় রীতি মেনে উদ্বোধন করলেন উত্তর সিকিমের মঙ্গন জেলার সাংলাফু চো (লেক)।
লাচুং এর কাছে সমতল ভূমি থেকে প্রায়১৬,৬৭০ ফুট উঁচুতে, ‘জ়িরো পয়েন্ট’ থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে এই হ্রদের অবস্থান। স্থানীয়রা এই জায়গাটিকে ডেকে থাকেন ‘গ্রেট লেক’ নামে। বরফে ঢাকা পাহাড়ি পথ পেরিয়ে এই স্থানে পৌঁছানো বেশ কঠিন ছিল এতদিন। কিছু কিছু মানুষ এই স্থানে যেতেন প্রার্থনা করার জন্য।
আরোও পড়ুন: ট্রেনের টিকিটে কনফার্ম সিটের পাশাপাশি বিনামূল্যে পাওয়া যায় এই পরিষেবাগুলিও, জানেন না অনেকেই
তবে নিয়মিতভাবে পর্যটকদের এখানে বিশেষ একটা দেখা যেত না। অভাব ছিল পর্যটনের সুবিধার।পর্যটকদের পাশাপাশি বৌদ্ধ সন্ন্যাসীরাও বেশ খুশি সাংলাফু লেক খুলে দেওয়ার জন্য। উদ্বোধনের দিন একটি বিশেষ প্রার্থনা সভার আয়োজন করেন লাচুং-এর সামতেন চোলিং বৌদ্ধ গুম্ফার সন্ন্যাসীরা।
আরোও পড়ুন : UPSC’র ইতিহাসে প্রথমবার! দৃষ্টিহীন প্রাঞ্জল হলেন IAS, অদম্য জেদের কাছে হার মানল প্রতিবন্ধকতা
স্থানীয় বাসিন্দা, গাড়ি চালক ও ছোট ব্যবসায়ীরা অংশগ্রহণ করেছিলেন এই সভায়। সিকিমের এই জায়গাটি শহর থেকে দূরে কোলাহলমুক্ত এক পরিবেশে প্রশান্তির অভিজ্ঞতা দেবে আপনাকে। এই জায়গাটিতে কয়েকটা দিন নিরিবিলিতে ঘুরে আসতে পারেন আপনি। তবে এই জায়গাটিতে ঘুরতে গেলে কঠোর ভাবে মেনে চলতে হবে পরিচ্ছন্নতা।
ব্যবহার করা যাবে না প্লাস্টিক কিংবা টেট্রা প্যাক। থুতু ফেলা যাবেনা লেক সংলগ্ন এলাকায়। এই জায়গাটিতে বৌদ্ধ ধর্মের বিশেষ গুরুত্ব রয়েছে। তাই বৌদ্ধ সন্ন্যাসীদের কাছে জায়গাটি অত্যন্ত পবিত্র। পর্যটকদের আগমনে যাতে সেই পবিত্রতা নষ্ট না হয়, সেই দিকেও কড়া নজর রাখবে প্রশাসন।