পুজোর মধ্যেই রাজ্যে বিপুল বিনিয়োগের ঘোষণা এই শিল্পগোষ্ঠীর, বললেন, মুখ্যমন্ত্রীর জন্য বাংলা…

Published on:

Published on:

west bengal

বাংলা হান্ট ডেস্কঃ পুজোর মধ্যে বড় সুখবর এসেছে বাংলার (West Bengal) জন্য। উৎসবের আবহে বাংলায় বিপুল বিনিয়োগের ঘোষণা করল জিন্দল গ্রুপ। গ্রূপের কর্ণধার সজ্জন জিন্দল নিজের একথা জানিয়েছেন। গতকাল দশমীর দিন কলকাতায় প্রথম পুজো দেখতে সুরুচি সংঘের দুর্গাপুজোর মণ্ডপে স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন শিল্পপতি সজ্জন জিন্দল। সেখানেই তিনি বিনিয়োগের বিষয়ে ঘোষণা করেছেন।

বাংলায় বড় বিনিয়োগের পথে জিন্দল গ্ৰুপ | West Bengal

গতকাল সুরুচি সংঘের পুজোমণ্ডপে গিয়েছিলেন শিল্পপতি। সঙ্গে ছিলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস থেকে শুরু করে বিদ্যুৎ দপ্তরের প্রধান সচিব শান্তনু বসু সহ আরও অনেকে। সেখানে দাঁড়িয়েই তিনি জানিয়েছেন, এ রাজ্যে জিন্দল গ্ৰুপ আরও বিপুল বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের একাধিক ক্ষেত্রে বিনিয়োগ করেছে এই সংস্থা। এবার রাজ্যের আরও বেশ কিছু ক্ষেত্রে লগ্নির পথে সংস্থাটি। বিনিয়োগের ভাবনার পাশাপাশি এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) প্রশংসায় ভরান সজ্জন জিন্দল।

মুখ্যমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বাংলা শিল্প মানচিত্রে অনন্য এক জায়গা করে নিয়েছে। বাংলার জন্য তিনি অনেক কাজ করছেন তাই আমরাও এই রাজ্যে বিনিয়োগের পরিমাণ আরও বাড়াচ্ছি।”

জিন্দলবাবু আরও বলেন, “আমার মাথায় অনেক পরিকল্পনা রয়েছে। কিন্তু এখন সব কিছুই মা দুর্গার উপর নির্ভর করছে, তিনি কতটা বাস্তবায়িত করার সুযোগ দেবেন আমায়।” বাংলায় বড় বিনিয়োগের পরিকল্পনা রয়েছে বলে স্পষ্ট জানান তিনি।

আরও পড়ুন: নিম্নচাপে বাড়ছে বিপদ! কিছুক্ষণেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির তোলপাড় শুরু দক্ষিণবঙ্গে

শিল্পপতির স্ত্রী সঙ্গীতা জিন্দলের কথায়, “আমি বাংলার শিল্পী ও শিল্পের সঙ্গে জড়িত স্কুল, কলেজ নিয়ে কাজ করতে চাই।” কারণ হিসেবে তিনি বলেন, “পশ্চিমবঙ্গ ছাড়া উচ্চমানের শিল্প কাজ অন্য কোথাও হয় না।”