বাংলাহান্ট ডেস্ক : রাজ্যের উচ্চ মাধ্যমিক সিলেবাসে পরিবর্তন আসতে চলেছে ১০ বছর পর। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নতুন সিলেবাস তৈরি করা হচ্ছে জাতীয় স্তরের সাথে সামঞ্জস্য রেখে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নতুন সিলেবাস পেতে চলেছে চলতি মাসেই। সিলেবাস হাতে পাওয়ার পর নতুন পাঠ্যক্রম অনুযায়ী মডেল প্রশ্নপত্র তৈরি হয়ে যাবে ফেব্রুয়ারি মাসেই।
শেষবার উচ্চমাধ্যমিকের সিলেবাস পরিবর্তিত হয় ২০১২-১৩ সালে। সর্বভারতীয় স্তরে মাঝের এই দশ বছরে সিলেবাসের ক্ষেত্রে এসেছে একাধিক পরিবর্তন। সর্বভারতীয় স্তরের পাঠ্যসূচির সাথে সামঞ্জস্য রাখতে একাদশ-দ্বাদশের এবার সিলেবাস পরিবর্তিত হতে চলেছে। উচ্চ মাধ্যমিকের সিলেবাস রিভিউ কমিটি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের সাথে গত শনিবার বৈঠক করেন।
আরোও পড়ুন : গঙ্গাসাগর যাওয়ার ঝক্কি শেষ, তৈরি হবে সেতু! বড় ঘোষণা রাজ্য সরকারের
বৈঠকের পর চিরঞ্জীব ভট্টাচার্য জানান সিলেবাস পুর্নমূল্যায়নের কাজ ঠিক পথেই এগোচ্ছে। সরকার থেকে অনুমতি পেলে নতুন পাঠ্যক্রম চালু করা হবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই। সরকারি তরফে ছাড়পত্র মিললে এ বছর যারা দশম শ্রেণী থেকে উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণীতে উঠবে তারা নতুন সিলেবাসে পড়াশোনা করতে পারবে। বর্তমানে পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিক স্তরে অর্থাৎ একাদশ ও দ্বাদশ ক্লাসে পড়ানো হয় ৬০টি বিষয়।
১৩টি ভোকেশনাল সাবজেক্ট রয়েছে এর মধ্যে। জানা গেছে উচ্চমাধ্যমিকের পাঠ্যক্রমে পরিবর্তন আসলেও পরিবর্তিত হবেনা ভোকেশনাল বিষয়ে। আগামী শিক্ষাবর্ষ থেকে উচ্চমাধ্যমিকে পরীক্ষা ব্যবস্থাতেও আসতে চলেছে পরিবর্তন। সেমিস্টার সিস্টেমে পরীক্ষা নেওয়া হবে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে। দুটি করে সেমিস্টারে ভাগ হবে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা।