যত খুশি কথা বলুন এবার ১৯ টাকায়! সঙ্গে বিনামূল্যে ইন্টারনেটের সুবিধা দিচ্ছে এয়ারটেল

বাংলাহান্ট ডেস্ক : ভারতী এয়ারটেল (Bharti Airtel) তার গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে নতুন নতুন প্ল্যান নিয়ে এসেছে। এয়ারটেল এখন এমন একটি প্ল্যান নিয়ে এসেছে যা তাদের গ্রাহকদের অতিরিক্ত ডেটা এবং কলিংয়ের ক্ষেত্রে প্রচুর সুবিধা দেবে। অনেক সময় ব্যবহারকারীদের শুধুমাত্র আনলিমিটেড কলের জন্য রিচার্জ করতে হয়। এমন পরিস্থিতিতে, 19 টাকার প্ল্যানটি তাদের জন্য কার্যকর হবে। আসুন জেনে নিই Airtel এর 19 টাকার প্ল্যানের সুবিধা সম্পর্কে।

Airtel ₹19 প্ল্যান (Airtel Rs 19 recharge plan): Airtel-এর সবচেয়ে সস্তা প্ল্যানের দাম 19 টাকা। মাত্র 19 টাকার টপ আপ প্ল্যানে আনলিমিটেড ফ্রি কলিং পাওয়া যাচ্ছে। গ্রাহক এই প্ল্যানে এক বা দুই ঘন্টার জন্য শুধু নয়, 24 ঘন্টা বিনামূল্যে কথা বলতে পারবেন। শুধু এয়ারটেল নয়, যেকোনো নেটওয়ার্কে ফ্রি কল করতে পারবেন এই প্ল্যানের সাহায্যে। এই প্ল্যানে ডেটা ও কল দুই সুবিধাই পাওয়া যায়। এতে গ্রাহকরা 200MB ডেটা পাবেন। Airtel-এর এই প্ল্যানের বৈধতা মাত্র 2 দিনের জন্য। আপনি 2 দিনের জন্য এই প্ল্যানের সুবিধাগুলি পেতে পারেন।

Airtel ₹65 প্ল্যান (Airtel Rs 65 recharge plan): এয়ারটেলের (Bharti Airtel) 65 টাকার প্ল্যানে 4GB ডেটা পাওয়া যাচ্ছে। Airtel-এর 65 টাকার প্ল্যানে ভয়েস কলিং বা SMS পরিষেবা পাওয়া যায় না। এতে শুধু ডেটা পাওয়া যায়। ধরুন আপনি হয়ত 199 টাকার রিচার্জ করেছেন। এছাড়াও, আপনি যদি 65 টাকার টপ আপ প্ল্যান নিয়ে থাকেন, তাহলে আপনি 30 দিনের জন্য 4G ডেটা পাবেন। যদি সক্রিয় প্ল্যানটির বৈধতা 20 দিনের থাকে, তাহলে এই টপ আপ প্ল্যানটিও 20 দিনের জন্য সক্রিয় থাকবে।

NEW AIRTEL

এছাড়াও, এয়ারটেল অনেক ধরনের টপ-আপ ডেটা প্ল্যান লঞ্চ করেছে। এর মধ্যে একটি হল 58 টাকার 4G ডেটা ভাউচার প্ল্যান, যা 3GB ডেটা অফার করে। এছাড়াও, আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যায়।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর