বাংলাহান্ট ডেস্কঃ করোনা (corona virus) আবহে প্রায় দুই মাস বন্ধ কলকাতা মেট্রো (kolkata metro)। ভারতীয় রেল (Indian railway) আনলকডাউনের প্রথম পর্বেই মেট্রো রেল চালু করবার প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে রেল। রেল জানিয়েছে এবার থেকে নতুন নিয়মেই চালানো হবে কলকাতার ঐতিহ্যমন্ডিত পাতাল রেল। এক নজরে জেনে নিন কি কি বদল আসছে।
স্টিকারঃ
যাত্রীদের মাঝে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে কলকাতা মেট্রো স্টিকারের ব্যাবস্থা করেছে। যাত্রীদের নির্দিষ্ট স্টিকারের ওপর বসতে হবে বলে জানানো হয়েছে। ট্রেনের কামরার পাশা পাশি প্ল্যাটফর্ম, টিকিট কাউন্টার সহ সব জায়গাতেই নির্দিষ্ট দূরত্ব চিহ্নিত করা হয়েছে।
ভিড় এড়াতে ব্যাবস্থাঃ
ভিড় এড়াতে ট্রেনের নির্দিষ্ট বহন ক্ষমতার বাইরে কোনো যাত্রীকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হবে না। যাত্রীদের অপেক্ষা করতে হবে বাইরেই
স্বাস্থ্যবিধিঃ
ট্রেনে ওঠার আগে প্রত্যেক যাত্রীর দেহের তাপমাত্রা মাপা হবে। ট্রেনে উঠতে গেলে বাধ্যতামূলকভাবে পরতে হবে মাস্ক। যাত্রীরা সোশ্যাল ডিসট্যান্সিংয়ের নিয়ম মানতে বাধ্য।কোনো ভাবেই স্টেশন বা কাউন্টার চত্বরে ভিড় করা চলবে না। বেশ কিছু টিকিট কাউন্টার বন্ধ রাখা হবে। স্মার্ট কার্ড ব্যবহার করতে উৎসাহ দেওয়া হবে।
মেট্রো রেলের জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, মেট্রোয় কঠোর ভাবে মেনে চলা হবে সোস্যাল ডিস্টেন্স। মেট্রোরেল চলবে খুবই অল্প সংখ্যক যাত্রী নিয়ে, লকডাউনের আগে যেখানে ৬ লক্ষ যাত্রী বহন করত কলকাতা মেট্রো, তা এই পরিস্থিতিতে কমে হবে ২ লক্ষ।