বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসকে (COVID-19) নিয়ে সমগ্র বিশ্ব এখন চিন্তিত। দেশের নাগরিকদের সুরক্ষার জন্য প্রতিটি দেশ এখন রোগের বিরুদ্ধে লড়াই করে চলেছে। কিন্তু এই বিষয়ে পাকিস্তানের (Pakistan) চিত্র খুবই লজ্জাজনক উদাহরণ হিসাবে সামনে এসেছে। সম্প্রতি পাকিস্তানের লাহোরের মিও হাসপাতালে এক করোনা রোগীর মৃত্যু বিষয় সামনে এসেছে। পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবী চিকিৎসকদের অবহেলা এবং গাফিলতিতে এই করোনা রোগীর মৃত্যু হয়েছে।
পাকিস্তানের লাহোরের মিও হাসপাতালে করোনা ওয়ার্ডে ভর্তি হওয়া এক ৭৩ বছরের এক ব্যক্তি চিকিৎসকদের অবহেলা এবং গাফিলতির ফলে প্রাণ হারান। এই করোনা আক্রান্ত ব্যক্তি সারারাত ধরে কষ্টে চিৎকার করছিলেন, কিন্তু কোন চিকিৎসকই তাঁর দেখভাল করেনি। প্রকাশিত হওয়া এক ভিডিওতে পরিস্কার দেখা যাচ্ছে করোনা ওয়ার্ডে ভর্তি হওয়া ওই ব্যক্তির হাত বাঁধা অবস্থায় রয়েছে। এবং শারীরিক কষ্টে তিনি কাতর স্বরে চিৎকার করে যাচ্ছেন। তাঁকে দেখে ওই করোনা ওয়ার্ডের অন্যান্য রোগীরাও অনেক চিৎকার করলেও কোন ডাক্তার দেখানে উপস্থিতি হয়না। এবং শেষে ওই রোগীর মৃত্যু হয়।
This is Naya Pakistan. A 73-year-old Coronavirus patient in Lahore's Mayo hospital passed away after being tied with ropes on a bed. He kept crying for help as medical staff left him to die.
pic.twitter.com/4LQ1er6bBK— Naila Inayat (@nailainayat) March 27, 2020
পাকিস্তানের এই নক্কার জনক ঘটনায় স্যোশাল মিডিয়ায় নিন্দার ঝড় ওঠে। এবং ওই ভিডিও দ্রুততার সঙ্গে ভাইরাল হয়ে যায়। ওই রোগী সারারাত কষ্টে চিৎকার করলেও, তাঁকে কেউ দেখাতে আসে না। এবং তাঁকে ভেন্টিলেশনে রাখার বদলে বেডের সঙ্গে দড়ি দিয়ে তাঁর হাত বেঁধে রাখা হয়।
এই ঘটনার পর আরও একবার প্রমাণিত হয় যে পাকিস্তান করোনার বিরুদ্ধে সঠিকভাবে কোন পদক্ষেপ নিচ্ছে না। এবং তাঁরা করোনা পীড়িতদের সঠিক চিকিৎসা না করে মৃত্যুর অপেক্ষায় ছেড়ে দিয়েছে।