বাংলাহান্ট ডেস্ক : যাত্রী সুবিধার জন্য একের পর এক উন্নতি করে চলেছে ভারতীয় রেল। বিভিন্ন লোকাল ট্রেনের পরিষেবা ছাড়াও বন্দে ভারতের (Vande Bharat) পরিষেবাও আরও উন্নত করা হচ্ছে। ইতিমধ্যেই বন্দে ভারতের টিকিট বুকিং নিয়ে বড় উদ্যোগ নিয়েছে রেল। বিভিন্ন রুটে কোচ সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। আর এবার আরও এক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলমন্ত্রকের তরফে।
আসতে চলেছে নতুন বন্দে ভারত (Vande Bharat) স্লিপার ট্রেন
আগেই জানা গিয়েছিল, এবার চেয়ার কারের সঙ্গে সঙ্গে স্লিপার ট্রেনও আসতে চলেছে বন্দে ভারতে (Vande Bharat)। শুরু হতে চলেছে উৎসবের মরশুম। জানা গিয়েছে, দীপাবলির আগেই চালু হয়ে যাবে প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। দিল্লি থেকে প্রয়াগরাজ হয়ে পটনা পর্যন্ত যাবে এই ট্রেন।
কোন রুটে চালু হবে: বন্দে ভারত (Vande Bharat) পরিচিত তার দ্রুত গতির জন্য। যে কারণে দিনের দিন কোনও গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে যাত্রীরা এই ট্রেনের বুকিং করে থাকেন। তবে এতদিন সব বন্দে ভারত (Vande Bharat) ছিল চেয়ার কার। এবার আসতে চলেছে স্লিপার সংষ্করণ। রাতের সফরের জন্য একেবারে উপযুক্ত ট্রেনটিকে সব রকম আধুনিক সুযোগ সুবিধা দিয়ে ঢেলে সাজানো হচ্ছে বলে খবর।
আরও পড়ুন: বাংলার কাহিনি বলতে গিয়েই ‘দেউলিয়া’! “এরপর কী হবে…”, বিষ্ফোরক বিবেক অগ্নিহোত্রী
কী কী সুবিধা মিলবে: জানা গিয়েছে, ট্রেনের অভ্যন্তর সাজানো হয়েছে বিমানের মতো করে। আধুনিক আইসিএফ প্রযুক্তির ট্রেনটিতে থাকছে অটোমেটিক দরজা, এলইডি স্ক্রিন, সিসিটিভি এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা। ঘন্টায় ১৮০ কিমি বেগে চলবে এই বন্দে ভারত (Vande Bharat) স্লিপার। রেল সূত্রে খবর, রাত আটটায় পটনা থেকে রওনা হয়ে সকাল সাড়ে সাতটায় দিল্লি পৌঁছাবে ট্রেনটি।
আরও পড়ুন : এক দশক পেরিয়ে ফের ছোটপর্দায়, জলসার সিরিয়ালে কামব্যাক TRP টপার নায়িকার!
পটনা থেকে দিল্লি, প্রয়াগরাজ হয়ে রুটের মোট দূরত্ব প্রায় ১০০০-১১০০ কিমি। এই দূরত্ব যেতে রাজধানী এক্সপ্রেস সময় নেয় প্রায় ২৩ ঘন্টা। কিন্তু বন্দে ভারতে চেপে মাত্র সাড়ে ঘন্টায় পৌঁছে যাওয়া যাবে গন্তব্যে। এখনও পর্যন্ত যেমনটা শোনা যাচ্ছে, রাজধানীর তুলনায় দাম ১০-১৫ শতাংশ বেশি হতে পারে। তবে অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ সফরের ক্ষেত্রে এই ট্রেনের জুড়ি মেলা ভার বলে মনে করা হচ্ছে।