বাংলা হান্ট ডেস্কঃ নিত্যদিন সংবাদের শিরোনামে কলকাতা তথা রাজ্যের স্বনামধন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়। বর্তমানে এই যাদবপুর ইস্যুতেই উত্তাল রাজ্য। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের বাংলা অনার্সের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর রহস্য মৃত্যুর (Jadavpur University Student Death) পর হুঁশ ফিরেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। র্যাগিংয়ের শিকার হয়েই মৃত্যু হয়েছে ওই পড়ুয়ার। আপাতত এই অভিযোগ ও তদন্তেও এই তত্ত্বই উঠে এসেছে।
ঘটনার পরই নিয়োগ করা হয়েছে নয়া উপাচার্য। তারপর থেকেই অ্যান্টি-র্যাগিং কমিটিকে নিয়ে বৈঠক করে নানা পদক্ষেপের কথা বলা হয়। ইউজিসি-র গাইডলাইন মেনে এই ধরনের ঘটনায় ঠিক কী কী করণীয় সেই বিষয়েও কমিটিকে কড়া নির্দেশ দিয়েছিলেন। তবে এসবের পরও অশান্ত বিশ্ববিদ্যালয় চত্বর।
এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মাদক সেবনের প্রবণতা ঠেকাতে প্রযুক্তির (Devices to prevent entry with Narcotics) সাহায্য নিতে পারে কর্তৃপক্ষ। ঠিক এমনই ইঙ্গিত দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তিকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ। তার কথায় ক্যাম্পাসে মাদক চিহ্নিত করার এবার প্রযুক্তির সাহায্য নিতে পারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ধামাকা! পুজোর আগেই ১৬ দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা, একনজরে দেখে নিন তালিকা
যদিও এখনই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে যা হবে সবটাই আইনের মধ্যে থেকেই করা হবে বলে জানিয়েছেন উপাচার্য। এই মাদক চিহ্নিতকারী যন্ত্র ব্যবহারের সাংবাদিকদের সামনেও মুখ খুলেছেন উপাচার্য।
এই বিষয়ে তিনি বলেন, ‘‘দেশে নারকোটিক্স আইন আছে। সেই আইনের মধ্যে থেকেই আমরা যা করার করব। যে প্রযুক্তি ব্যবহার করা যায়, করা হবে।’’ জানিয়ে রাখি বহু টালবাহানার পরও ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে। জানা যাচ্ছে হস্টেল এবং ক্যাম্পাস মিলিয়ে আপাতত ২৬টি সিসি ক্যামেরা বসানো হবে।
আরও পড়ুন: সরকারি কর্মীর মৃত্যুতে চাকরি পাওয়া সন্তানের বংশগত অধিকার নয়! ঐতিহাসিক রায় হাইকোর্টের
এরই মধ্যে এবার বিশ্ববিদ্যালয়ে মাদক ঠেকাতেও প্রযুক্তির সাহায্য নেওয়া হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মনে করা হচ্ছে বিমানবন্দর বা অনেক সংস্থার ক্ষেত্রে মাদক চিহ্নিতকরণের জন্য যেমন যন্ত্র বসানো থাকে তেমনই বিশ্ববিদ্যালয়ে প্রবেশদ্বারগুলিতে তেমন যন্ত্র বসানো হতে পারে। প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর রহস্য মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। চলছে তদন্ত।