বাংলা হান্ট ডেস্কঃ হাতে মাত্র কয়েক ঘণ্টা। রাত পোহালেই ৫৫০ বছরের অপেক্ষার অবসান! আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন (Ayodhya Ram Mandir Inauguration)। মন্দিরে অভিষেক হবে রামের বিগ্রহের। তাই নতুন রূপে সেজে উঠেছে অযোধ্যা নগরী। সামনেই সেই মহেন্দ্রক্ষন। শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। এককথায় দেশ জুড়ে সাজো সাজো রব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন। সারা দেশবাসী এখন সেই মুহুর্তের জন্য অপেক্ষা করছেন।
এই অনুষ্ঠানকে ঘিরে তোড়জোড় সর্বাধিক পরিলক্ষিত হচ্ছে গেরুয়া শিবিরে। আবার এরাজ্যেও বিভিন্ন উৎসবের আয়োজন করেছেন রামভক্তরা। তবে অভিযোগ আসতে শুরু করেছে যে অনেক জায়গাতেই পুলিশ উৎসব আয়োজনে বাধা দিচ্ছে। এই পরিস্থিতিতে পুলিশ কোনও রকম বাধা দিতে এলে ‘প্যান্ট খুলে নেওয়া’র নিদান দিলীপ ঘোষের (Dilip Ghosh)।
সর্বদাই নিজের চাঁচাছোলা মন্তব্যের জন্য ফেমাস ঘোষ বাবু। এবার বেফাঁস মন্তব্য করে ফের বিতর্কের শিরোনামে বঙ্গ বিজেপির (BJP) অন্যতম প্রধান সৈনিক দিলীপ ঘোষ । রবিবার সাতসকালে খড়গপুরে এক চা চক্রে যোগ দেন বিজেপি সাংসদ। আর সেখানেই সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে বিতর্কিত মন্তব্য করে বসেন তিনি।
এদিন দিলীপ ঘোষ বলেন, ‘হিন্দু সমাজের কোনও উৎসবে কোনও ঝামেলা- দাঙ্গা হয় না, এটাই ইতিহাস। যারা এই উৎসবকে নিয়ে রাজনীতি করছে, উত্তেজনা ছড়াচ্ছে, দাঙ্গা করার চেষ্টা করছে, তাদের নিয়ে সতর্ক থাকুন। গোটা হিন্দু সমাজ শান্তিপূর্ণভাবে উৎসব করবে। কেউ বিরোধিতা করতে এলে তাকে যোগ্য জবাব দেওয়া হবে।’
আরও পড়ুন: রমরমিয়ে দেহব্যবসা চালাচ্ছে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাবা! পুলিশ পৌঁছেই যা দেখল… ছিঃ ছিঃ এলাকায়
এখানেই শেষ নয়, দিলীপ ঘোষ আরও বলেন, ‘খড়গপুরে এসে শুনলাম, ‘যেখানে পুলিশ ধমকাচ্ছে। উৎসবের আয়োজন করতে দিচ্ছে না। মাইক লাগাতে দিচ্ছে না, ডেকরেটরদের ধমকাচ্ছে। আমি হিন্দু সমাজের কাছে আবেদন করব, ৫০০ বছর পরে রাম নিজের বাড়িতে আসছেন, আপনারা জোরদার উৎসব করুন। আমরা একদিনের উৎসব করছি, যদি পুলিশ তাতে বাধা দেয়, মাইক খুলতে আসে, পুলিশকে ঘুরে তার প্যান্ট খুলে নিন, বাকি আমি দেখে নেব, বিজেপি দেখবে।’