ভোটের আগে অ্যাকশনে NIA! ভূপতিনগর বিস্ফোরণে ৩ TMC নেতাকে তলব, কুণাল বললেন, ‘ওঁরা যাবে না’

বাংলা হান্ট ডেস্কঃ ২০২২ সালের ডিসেম্বর মাসের ঘটনা। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে রাজকুমার মান্নার দোতলা বাড়িতে বিস্ফোরণ (Bhupatinagar Blast) ঘটে। প্রাণ হারান ৩ জন। লোকসভা ভোটের প্রাক্কালে এই মামলাতেই তিন তৃণমূল (TMC) নেতাকে তলব করল NIA। যদিও রাজ্যের শাসক দলের নেতা কুণাল ঘোষ বলেছেন, ‘আমাদের নেতা কর্মীরা যাবে না’।

ভূপতিনগর বিস্ফোরণের ঘটনার তদন্ত প্রথমে পুলিশ শুরু করেছিল। পরবর্তীকালে সেই NIA সেই তদন্তভার নেয়। এবার এই মামলাতেই তিনজন তৃণমূল (Trinamool Congress) নেতা ডেকে পাঠালো তদন্তকারী সংস্থা। আগামী বৃহস্পতিবার তাঁদের নিউটাউনের NIA দফতরে তলব করা হয়েছে। এই তিন নেতার নাম হল সুবীর মাইতি, নবকুমার পান্ডা এবং মানব পাড়ুয়া।

ভূপতিনগর বিস্ফোরণ মামলার তদন্ত করতে একাধিকবার ঘটনাস্থলে গিয়েছিলেন NIA গোয়েন্দারা। জানা যাচ্ছে, তদন্ত প্রক্রিয়া চলাকালীনই তিনজন তৃণমূল নেতার নাম সামনে আসে। অভিযোগের তীর তাঁদের দিকে। এবার রাজ্যের শাসক দলের সেই তিন নেতাকেই ডেকে পাঠাল NIA।

আরও পড়ুনঃ জেলবন্দি আরাবুল, মেয়ের বাড়ি ফাঁকা করে দিল চোর! গায়েব ১০ লক্ষ টাকার সামগ্রী

তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ২০২২ সালের এই ঘটনায় উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল। তার জেরেই এই প্রাণঘাতী বিস্ফোরণ হয়। প্রাণ হারান ৩ জন মানুষ। তদন্তকারীদের অনুমান, উক্ত তিন তৃণমূল নেতাই বিস্ফোরক আনার নেপথ্যে ছিলেন। এই কারণেই আগামী বৃহস্পতিবার তাঁদের ডেকে পাঠানো হয়েছে বলে খবর।

এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, শুভেন্দু অধিকারী এবং বিজেপি বুঝে গিয়েছেন আসন্ন নির্বাচনে তাঁরাপরাজিত হবেন। সেই কারণেই NIA-র ‘অপব্যবহার’ করছেন তাঁরা। পূর্ব মেদিনীপুরে ষড়যন্ত্র হচ্ছে বলেও দাবি করেন তিনি।

bhupatinagar blast case

কুণাল ঘোষ বলেন, ‘NIA আমাদের দলের তিনজন নেতাকে ডেকে পাঠিয়েছে। অন্যদিকে তাঁরা যাতে যায় সেটা নিশ্চিত করতে ওসির ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। ওঁরা আমাদের কর্মীদের গ্রেফতার করিয়ে ময়দান ফাঁকা করার চেষ্টা করছে। আমাদের নেতা-কর্মীরা এই তলবে যাবে না। লড়াইটা আইনি পথে হবে’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর