উদয়পুর হত‍্যাকাণ্ডের কড়া নিন্দা করে ভিডিও, সমানে গলা কাটার হুমকি পেয়ে চলেছেন অভিনেত্রী

বাংলাহান্ট ডেস্ক: বেশ কয়েকদিন কেটে গেলেও উদয়পুর হত‍্যাকাণ্ডের (Udaipur Murder) স্মৃতি এখনো তাজা দেশবাসীর মনে। বিজেপির প্রাক্তন জাতীয় মুখপাত্র নুপূর শর্মার বিতর্কিত মন্তব‍্যের সমর্থনে সোশ‍্যাল মিডিয়ায় পোস্ট করায় গলা কেটে হত‍্যা করা হয় কানহাইয়া লাল নামে এক দর্জিকে। পরে একটি ভিডিও বার্তায় সেই হত‍্যাকাণ্ডের দায় স্বীকার করে দুই দুষ্কৃতী। এই নৃশংস হত‍্যার বিরোধিতা করায় খুনের হুমকি পাচ্ছেন বলিউড অভিনেত্রী।

নীহারিকা তিওয়ারি (Niharika Tiwari), রোডিজের প্রাক্তন প্রতিযোগী সম্প্রতি উদয়পুর হত‍্যা নিয়ে সরব হয়েছিলেন। একটি ভিডিও বার্তায় মনে জমে থাকা ক্ষোভ উগরে দেন তিনি। ধর্মের নামে মানুষকে হত‍্যা করা উচিত নয়, এমনি বার্তা দিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন নীহারিকা।

IMG 20220705 021020
তাঁকে বলতে শোনা যায়, ‘হিন্দুরা কখনো ভগবান শিবের নামে হত‍্যা করে না। এমন কথা কখনো শোনা যায়নি যে কোনো হিন্দু শিবের নামের কাউকে মেরেছে। যে বিতর্কিত কথাই নুপূর শর্মা বলুন না কেন, তারপর তাঁকে বহিষ্কার করা হয়েছে। আর যারা শিবজিকে নিয়ে আপত্তিকর মন্তব‍্য করেছেন তাদের বেলা? শিবলিঙ্গ নিয়ে অনেক আপত্তিকর কথা বলা হয়েছে। তাতে আমাদেরও রাগ হয়েছে। প্রধানমন্ত্রীকে পর্যন্ত হুমকি দেওয়া হচ্ছে। এগুলো ঠিক নয়।’

গত ৩০ জুন ভিডিও সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার ক‍রেছিলেন নীহারিকা। তাঁর অভিযোগ, তারপর থেকেই হুমকি পেয়ে চলেছেন তিনি। ক্রমাগত খুনের হুমকি দেওয়া হচ্ছে অচেনা ইনস্টাগ্রাম আ্যাকউন্ট থেকে। দেওয়া হচ্ছে গলা কাটার হুমকি পর্যন্ত!

https://twitter.com/Niharik886/status/1542340078785089538?t=Th22THfm-q6oERnC0PH74A&s=19

নীহারিকা স‌ংবাদ মাধ‍্যমের কাছে দাবি করেছেন, অচেনা নম্বর থেকে ফোন করে খুনের হুমকি দেওয়া হচ্ছে তাঁকে। তাঁর দিন নাকি ঘনিয়ে এসেছে, বলা হচ্ছে এমন ভয় ধরানো কথা। তবে নীহারিকার স্পষ্ট কথা, তিনি ভয় পাননি। আপাতত তিনি ইন্দোনেশিয়ায় একটি ছবির শুটিং করছেন। ভিডিওটি নিজের সোশ‍্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে রেখে দিয়েছেন এখনো।

Niranjana Nag

সম্পর্কিত খবর