দেউলিয়া নীরব মোদি! খালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ধার করে চলছে জীবন, টাকা নেই পিৎজা খাওয়ারও

বাংলা হান্ট ডেস্ক : ফের সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এলেন ভারতের পলাতক হীরা ব্যবসায়ী নীরব মোদি (Nirav Modi)। তিনি নাকি কর্পদক শূন্য হয়ে গেছেন। ভারত ছেড়ে পালিয়ে যাওয়ার পর ২০১৯ সালে লন্ডন পুলিস তাঁকে গ্রেফতার করে। এরপর থেকেই তাঁর দুরবস্থা শুরু হয়। এখন অবস্থা এতটাই খারাপ যে একটা পিৎজা খাওয়ার টাকাও নেই নীরব মোদির কাছে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, নীরব মোদির সংস্থা ফায়ার স্টার ডায়মন্ড ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর মাত্র ২৩৬ টাকা রয়ে গেছে। ধনকুবের নীরব মোদি গত বছর পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) ঋণ কেলেঙ্কারিতে ভারতের কাছে প্রত্যর্পণের বিরুদ্ধে ব্রিটেনের সর্বোচ্চ আদালতে আইনি লড়াইয়ে হেরে যান। তাঁর বিরুদ্ধে প্রায় ১৫ হাজার কোটি টাকা কারচুপির অভিযোগ রয়েছে। বর্তমানে নিরব মোদি দক্ষিণ-পশ্চিম লন্ডনের ওয়ান্ডসওয়ার্থের কারাগারে রয়েছেন। তাঁর এই মামলা এখনও বিচারাধীন।

নীরব মোদির দাবি, তাঁর কাছে আর কোনও টাকা নেই। ভারত সরকার তাঁর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। নিজের মামলা লড়তে তাঁর ১,৫০,০০০ পাউন্ড, যা ভারতীয় মুদ্রায় প্রায় দেড় কোটি টাকা ধার নিতে হয়েছে। গত বছর ফেব্রুয়ারিতেই ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টের জেলা জজ নীরব মোদিকে ভারতে প্রত্যার্পণের পক্ষে রায় দেন। কিন্তু সে আদেশের বিরুদ্ধে লন্ডন হাইকোর্টে আবেদন জানান মোদি।

nirav 2

মূলত তাঁর মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে তাঁর আবেদন গ্রাহ্য করা হোক এমনই আর্জি জানানো হয়েছিল দেশ ছেড়ে পালানো ওই ব্যবসায়ীর তরফে। ভারতের জেলের মান এবং বিচারব্যবস্থার উপর অনাস্থা দেখিয়ে ব্রিটেনের হাইকোর্টে পাল্টা আবেদন জানিয়েছিলেন নীরব। তাঁর দাবি ছিল, ভারতে ফিরলে তিনি উপযুক্ত বিচার পাবেন না। আর ভারতে জেলের যা মান, সেখানে তাঁর পক্ষে থাকা সম্ভব নয়। এই যুক্তিতে প্রত্যর্পণের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানান তিনি।

আর সেই আবেদন গ্রাহ্য করা হয় মূলত দুটি কারণে। মানবাধিকার রক্ষা সংক্রান্ত ইউরোপিয়ান কনভেনশনের নির্দিষ্ট ধারা আর ব্রিটেনে ২০০৩ সালের প্রত্যার্পণ আইনের ধারার ভিত্তিতে তাঁর আবেদন গ্রহণ করে সে দেশের হাইকোর্ট।

Sudipto

সম্পর্কিত খবর