বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি, নদিয়ার হাঁসখালিতে একটি নাবালিকা মেয়ের ধর্ষণ কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। আর গতকাল এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে বিতর্ক যে আরো বৃদ্ধি পেয়েছে, তা বলা বাহুল্য। এদিন এ বিষয়ে নির্ভয়ার (2012 দিল্লি গণধর্ষণের শিকার) মা বলেন, ” কেউ যদি একজন রেপ ভিকটিমের সম্পর্কে এমন মন্তব্য করেন, তবে তিনি মুখ্যমন্ত্রী পদের যোগ্য নন।” তিনি বলেন, “একজন নারী হয়েও যদি তিনি এমন মন্তব্য করেন, তাহলে তিনি যে পদে রয়েছেন সেই পদ তাঁর সঙ্গে শোভা পায় না।”
মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল হাঁসখালি কাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “শোনা যাচ্ছে যে একটি নাবালিকা ধর্ষণের কারণে মারা গেছে, আপনারা কি এটাকে ধর্ষণ বলবেন? সে কি গর্ভবতী ছিলো নাকি কোনো প্রেমের সম্পর্ক ছিল? আমি পুলিশকে জিজ্ঞাসা করছি। অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। আমাকে বলা হয়েছে যে ছেলেটির সাথে মেয়েটির সম্পর্ক ছিল।”
মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন, ” তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো এবং পরিবার এর সম্পর্কে অবগত ছিলো বলে জানা গিয়েছে। যদি কোনো যুগল একটি সম্পর্কে থাকে তবে আমি কি এটা বন্ধ করতে পারি? এটা উত্তরপ্রদেশ নয় যে আমরা এখানে লাভ জিহাদ বন্ধ করবো। এটা তাদের ব্যক্তিগত স্বাধীনতা। তবে কোনো খারাপ কাজ করলে পুলিশ দোষীদের গ্রেপ্তার করবে।” তিনি জানান যে, সন্দেহভাজন একজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
এ বিষয়ে এদিন নির্ভয়ার মা বলেন, “এই ঘটনায় তদন্ত করে দোষীদের দ্রুত শাস্তি দেওয়া উচিত।” তিনি আরো বলেন, “মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্যগুলি অপরাধকে উৎসাহিত করবে, যেসকল অপরাধীরা নিপীড়িত পরিবারকে প্রভাবিত করে চলেছে তাদের উৎসাহিত করবে এই বক্তব্য।”