বাংলা হান্ট ডেস্ক : ব্যাংকের শীর্ষ কর্তাদের সাথে বৈঠকের পর কর বিষয়ে এক ঝাঁক পদক্ষেপ ঘোষণা করে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।মুদ্রাস্ফীতির হার ৪% এর নিচে অথচ অর্থনীতির ফের চাঙ্গা হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। অর্থব্যবস্থাকে চাঙ্গা করতে আজ এমনটাই ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
আজ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি জানান, ” ব্যাংকের পরে এবার সরকারের লক্ষ্য কর ব্যবস্থার আমূল সংস্কার।
এর জন্য জিএসটি ব্যবস্থার পুনর্গঠন করা হবে। অতিরিক্ত আয়কর ফেরত দেওয়ার ক্ষেত্রেও এবার থেকে দ্রুত ব্যবস্থা নেবে কেন্দ্র।ই ফাইলিং এর মাধ্যমে তথ্য যাচাই করা হবে।” আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন