‘কাজের নয়’, ইন্ডিয়া জোটকে বড় ধাক্কা দিয়ে মন্তব্য নীতীশ কুমারের! ধুয়ে দিলেন কংগ্রেসকেও

বাংলা হান্ট ডেস্ক: ইন্ডিয়া জোটে (INDIA Alliance) ফের ভাঙনের ইঙ্গিত। এবার কংগ্রেসকে (Congress) কটাক্ষ করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। তিনি বলেন, ‘পাটনায় অনুষ্ঠিত বিরোধীদের বৈঠকে ইন্ডিয়া জোট গঠন করা হয়েছিল। কিন্তু আজকাল আর ওই জোটের কোনও কাজ হচ্ছে না। কংগ্রেস এদিকে নজরই দিচ্ছে না, পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন (Assembly Election) নিয়ে তারা ব্যস্ত।’ এদিকে মোদী সরকারকেও (Modi Government) নিশানা করেন নীতীশ কুমার। তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকার দেশের জন্য কিছু করছে না। বিজেপি (BJP) দেশের ইতিহাস পাল্টানোর চেষ্টা করছে।’

কংগ্রেসকে কটাক্ষ করে এদিন নীতীশ জোটের নেতৃত্বদাতাকারী হিসেবেও ইঙ্গিত দেন। বিহারের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা সবাইকে এক হই। আসুন সবাই একসঙ্গে এগিয়ে যাই। আমরা সমাজতন্ত্রী। সিপিআই-এর (CPI) সঙ্গে আমাদের সম্পর্ক অনেক পুরনো। কমিউনিস্ট (Communist) এবং সমাজতন্ত্রীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।’

উল্লেখ্য, কংগ্রেসকে কটাক্ষের মাধ্যমে রাজনৈতিক মহলে প্রশ্ন তাহলে কি ইন্ডিয়া জোটের সঙ্গে দূরত্ব বাড়ছে নীতীশ কুমারের? সম্প্রতি মতিহারিতে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে হাজির ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সেখানে পূর্বতন মনমোহন সিং (Manmohan Singh) সরকারের সমালোচনা করে মোদী সরকারের প্রশংসায় মেতে ওঠেন বিহারের মুখ্যমন্ত্রী।

 

তিনি বলেছিলেন, ‘২০০৭ সালে তৎকালীন মনমোহন সরকার বিহারে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্থাপনের কথা ঘোষণা করেছিল। মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) কর্মক্ষেত্র মতিহারিতে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়টি স্থাপনের জন্য মনমোহন সরকারের কাছে আবেদন করেছিলাম। কিন্তু সেই সময় কেন্দ্র তার আবেদনের মান্যতা দেয়নি।’ নীতীশ বলেন, ২০১৪ সালে মোদী ক্ষমতায় আসার পর সেই আবেদনে মান্যতা দেওয়া হয়।

Monojit

সম্পর্কিত খবর