‘সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ লাগবে না!” দিগ্বিজয় সিংয়ের বিরোধিতায় এবার খোদ রাহুল গান্ধী

বাংলা হান্ট ডেস্ক : ভারত জোড়ো যাত্রায় (Bharat Jodo Yatra) রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হেঁটেছিলেন দিগ্বিজয় সিংহ (Digvijay Singha)। সেই মঞ্চ থেকেই প্রশ্ন তোলেন সার্জিক্যাল স্ট্রাইক (Surgical Strike) নিয়ে। সৃষ্টি হয় চরম বিতর্কের। এবার দিগ্বিজয়ের এই মন্তব্য নিয়ে সরব হলেন রাহুল গান্ধী। রাহুল এদিন পরিষ্কার জানান তিনি দিগ্বিজয়ের সঙ্গে একমত নন।

এদিন রাহুল গান্ধী বলেন, ‘আমরা দিগ্বিজয় সিংয়ের ব্যক্তিগত মতামতকে মান্যতা দিচ্ছি না। তাঁর দৃষ্টিভঙ্গি দলের সঙ্গে মেলে না। আমরা পরিষ্কার করে বলতে চাই যে সশস্ত্র বাহিনী তাদের কাজ খুবই ভালো ভাবে করে। এবং তাদের এর জন্য কোনও প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই।’ রাহুল আরও বলেন, ‘সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে কংগ্রেসের অবস্থান প্রথম থেকেই স্পষ্ট। আমাদের ওয়ার্কিং কমিটির বৈঠকে এই নিয়ে আলোচনা হয়েছে।’ এর পরই বিতর্কে জল ঢালতে আজ অন্য মন্তব্য করলেন দিগ্বিজয়। তিনি বলেন, ‘ভারতীয় সেনার জন্য আমার অপরিসীম সম্মান ও শ্রদ্ধা রয়েছে।’

rahul 3

এর আগে পুলওয়ামা হামলা নিয়ে সরব হন দিগ্বিজয় সিংহ। তিনি বলেন, ‘পুলওয়ামায় হামলা চলল। আমাদের ৪১ জন জওয়ান শহিদ হলেন। কেন তাঁদের শহিদ হতে হল? সিআরপিএফের অধিকর্তা সতর্ক করেছিলেন যে পুলওয়ামা খুবই সংবেদনশীল এলাকা। তাই বিমানে করে শ্রীনগর থেকে দিল্লিতে জওয়ানদের পাঠানো হোক। কিন্তু মোদি তা শোনেননি। কেন সেই প্রস্তাব খারিজ করে দিয়েছিলেন? এলাকায় প্রতিটি গাড়ি চেক করা হয় । কেন ওই নির্দিষ্ট দিনে স্করপিও গাড়িটি চেক করা হয়নি? একটি গাড়ি ভুল দিক থেকে আসে । কেন তা চেক করা হয়নি? এখনও পর্যন্ত, এই ঘটনার সঙ্গে সম্পর্কিত তথ্য সংসদে দেওয়া হয়নি। মানুষ এই সম্পর্কে সচেতন নয়।’

২০১৬ সালে উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলায় ১৮ জন জওয়ান শহিদ হন। সেই ঘটনার পর ভারতীয় সেনার পক্ষ থেকে পাক-অধিকৃত কাশ্মীরে সার্জিকাল স্ট্রাইক চালানো হয়। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় ৪০ জন জওয়ান শহিদ হন। পরে ২৬ ফেব্রুয়ারি ভোররাতে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মূল ভূখণ্ডের বালাকোটে জইশের তিনটি ট্রেনিং ক্যাম্পে অভিযান চালিয়েছিল ভারতীয় বায়ুসেনার ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান। গুঁড়িয়ে দেওয়া হয় জইশ-ই-মহম্মদ ট্রেনিং ক্যাম্প।


Sudipto

সম্পর্কিত খবর