এক মাসও দেরি নেই, কবে প্রকাশিত হবে IPL-এর পূর্ণাঙ্গ সূচি? জানালেন ব্রিজেশ প্যাটেল

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের কারণে এই বছর ভারতের মাটি থেকে আইপিএল সরে গিয়েছে। এই বছর আইপিএল অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরশাহীতে। আগামী 19 শে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে তেরো তম আইপিএল এবং শেষ হবে আগামী 10 ই নভেম্বর।

তবে অবাক করা ব্যাপার এখনো পর্যন্ত বিসিসিআই আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত করেননি। আর একমাসও দেরি নেই আইপিএল শুরু হতে। তাহলে কেন আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করলো না বিসিসিআই? সেই কারণে সকলের মধ্যে একটা প্রশ্ন দানা বেঁধেছে, কবে প্রকাশিত হবে আইপিএলে পূর্ণাঙ্গ সূচি?

2253587601ac3f13be8302d0f8515661ba20bb6cdfef634af50ec8d4dd8b218cffa08e163

সূত্রের খবর, আইপিএলের আগে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া সিরিজ রয়েছে। সেই সিরিজ খেলে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের আমিরশাহী পৌঁছাতে পৌঁছাতে 17 ই কিংবা 18 ই সেপ্টেম্বর হয়ে যাবে। সে ক্ষেত্রে তারা কি সরাসরি আইপিএলে নামার সুযোগ পাবেন? সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি বিসিসিআই। আর তাই যে সমস্ত আইপিএল ফ্রাঞ্চাইজিগুলি ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উপর বেশি নির্ভরশীল সেই সমস্ত দল গুলির ম্যাচ শেষের দিকে রাখার পরিকল্পনা চলছে। আর এইসব নানা কারণের জন্যই আইপিএলের সূচি প্রকাশ করতে দেরি হচ্ছে। তবে আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়েছেন খুব তাড়াতাড়ি আইপিএলের পূর্ণ সূচি প্রকাশ করা হবে।


Udayan Biswas

সম্পর্কিত খবর