বাংলা হান্ট ডেস্কঃ খুব বেশিদিন হয়নি এদেশে বন্দে ভারত ট্রেনের সফর শুরু হয়েছে। তবে খুব কম সময়ের মধ্যেই দেশবাসীর নজর কেড়ে নিয়েছে এই ট্রেন। সংবাদমাধ্যমের পাতাতেও মাঝেমধ্যে বন্দে ভারত নিয়ে চর্চা চোখে পড়ে। তবে এবার ট্রেন নয়, বরং সমাজমাধ্যমে শোরগোল ফেলে দিয়েছে বন্দে টোটো (Vande Toto)! ঝড়ের গতিতে ভাইরাল (Viral News) হয়েছে সেই ছবি।
হ্যাঁ, ঠিকই দেখছেন। এতদিন বন্দে ভারত ট্রেন (Vande Bharat Train) দেখলেও, এবার মার্কেট কাঁপাতে হাজির হয়েছে বন্দে টোটো। গত ২৭ এপ্রিল নিজের ফেসবুক পেজে সেই টোটোর (Toto) ছবি শেয়ার করেন জনৈক এক নেটাগরিক। ব্যস! আর কে দেখে! একের পর এক কমেন্ট করতে শুরু করেন নেটিজেনরা। সেই সঙ্গেই পাল্লা দিয়ে হতে থাকে শেয়ার।
এমনিতেই বর্তমানে রাজ্যের প্রায় প্রত্যেকটি জেলায় টোটোর রমরমা চোখে পড়ে। স্বল্প দূরত্বের কোথাও যাওয়ার হলে অধিকাংশ মানুষেরই পছন্দ এই যান। তবে সমাজমাধ্যমে যে বন্দে টোটোর ছবি ভাইরাল হয়েছে তা সাধারণ টোটোর থেকে দেখতে একেবারেই আলাদা। সাদা রঙের সেই টোটো দেখলে মনে হবে যেন বন্দে ভারত ট্রেনে ‘টোটো ভার্সন’।
আরও পড়ুনঃ গুরুতর অসুস্থ সোহম! হাসপাতালে নিয়ে যেতেই ফাঁস ‘আসল কারণ’! কী হয়েছে TMC বিধায়কের?
গত ২৭ এপ্রিল নিজের ফেসবুক পেজে এই টোটোর ছবি শেয়ার করেন জনৈক এক নেটিজেন। ক্যাপশনে লেখেন, ‘বন্দে টোটো’। ইতিমধ্যেই প্রায় ১৬ হাজার মানুষ সেই পোস্টে রিয়্যাক্ট করেছেন। শেয়ারের সংখ্যা প্রায় ২৭০০ ছুঁইছুঁই। মুহূর্তে মুহূর্তে নেটাগরিকরা কমেন্ট করছেন সেই পোস্টে।
কেউ লিখেছেন, ‘বন্দে ভারত এক্সপ্রেস ভার্সন ২.০’। কারোর আবার মত, ‘এইবার পশ্চিমবঙ্গের দাদু জিতলে বন্দে টোটো চালু করবে বলেছে। আর ৩০ মিনিটের রাস্তা আড়াই মিনিটে পৌঁছাবে’। তৃতীয় নেটাগরিক আবার লিখেছেন, ‘সাইড থেকে টাচ দিলেই হয়ে যাবে ফটো’।