ডবল ধামাকা! এবার KKR শিবির পেয়ে গেল জোড়া নারিন, ফাইনালের আগেই অস্ত্রে শান দিচ্ছে কলকাতা

   

বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে চলতি বছরের IPL (Indian Premier League)-এর একদম অন্তিম লগ্নে এসে উপস্থিত হয়েছি আমরা। রাত পোহালেই সম্পন্ন হবে IPL-এর ফাইনাল ম্যাচ। এমতাবস্থায়, হায়দ্রাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে ফাইনালে নামার আগে জোরকদমে অনুশীলন সারছে নাইটরা। তবে এবার, কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) একইসাথে অনুশীলন সারলেন দু’জন সুনীল নারিন (Sunil Narin)!

হ্যাঁ, প্রথমে এই বিষয়টি পড়ে কিছুটা অবাক হয়ে গেলেও এখানেই রয়েছে একটি বড় চমক। মূলত, অনুশীলনের পর্বে আসল নারিনের সাথে দেখা গেল নকল জনকেও। যেখানে, KKR অধিনায়ক শ্রেয়স আইয়ার বল করলেন সুনীল নারিনকে নকল করে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের চিপকে। সেখানকার পিচ হল স্পিন সহায়ক। এদিকে, ফাইনাল ম্যাচের আগে KKR অধিনায়ক শ্রেয়স আইয়ারকে অনুশীলনে বল করতে দেখা যাওয়ার পরেই জল্পনা শুরু হয়েছে যে হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলতে নেমে তিনি বল করবেন কিনা?

জানিয়ে রাখি যে, ভারতের হয়ে এর আগে বল করেছেন শ্রেয়স। মূলত, তিনি টেস্টে বল করেছেন। এদিকে, সাদা বলের ক্রিকেটেও ভারতের হয়ে বল করতে দেখা গিয়েছে তাঁকে। যদিও, IPL-এ তিনি তাঁর সমস্ত মরশুম জুড়ে বল করেছেন মাত্র এক ওভার। এদিকে, এবারের IPL-এ KKR-এর হয়ে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করছেন সুনীল নারিন। তিনি ওপেনার হিসেবে ইতিমধ্যেই দলকে ভরসা দিয়েছেন। পাশাপাশি, বল হাতেও নজর কেড়েছেন তিনি। নারিন ১৩ ম্যাচে করেছেন ৪৮২ রান। যেখানে রয়েছে ৩ টি অর্ধশতরান এবং ১ টি শতরান। পাশাপাশি, বল হাতে ১৬ টি উইকেট পেয়েছেন নারিন।

আরও পড়ুন: রাত পোহালেই ফাইনাল! তার আগে “অস্বস্তিতে” KKR শিবির, কারণ জানালেন ভেঙ্কটেশ

এদিকে, ফাইনালের ঠিক আগেই এবার শ্রেয়স নেটে বল করলেন নারিনকে নকল করেই। এমতাবস্থায়, হায়দ্রাবাদকে যদি একই ম্যাচে দু’জন নারিনকে সামলাতে হয় সেক্ষেত্রে যে তারা বড়সড় সমস্যার সম্মুখীন হবে তা আর বলার অপেক্ষা রাখে না। এদিকে, শ্রেয়সের বল করার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার পোস্ট করেছে কলকাতা নাইট রাইডার্স। যেটি তুমুল ভাইরাল হয়েছে।

আরও পড়ুন: একলাফে দাম কমবে ৯০ লক্ষ টাকা! এবার ভারতের মাটিতে Range Rover তৈরি করবে টাটা মোটরস

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, গতবছরের IPL-এ চোটের কারণে খেলতে পারেননি শ্রেয়স। ওই মরশুমে KKR-এর হয়ে অধিনায়কত্ব করেছিলেন নীতিশ রানা। এদিকে, এবারের IPL-এ শ্রেয়স ১৩ ম্যাচে ৩৪৫ রান করেছেন। যেখানে তিনি করেছেন ২ টি অর্ধশতরান। এমন পরিস্থিতিতে, ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে KKR অধিনায়ক ঠিক কেমন পারফরম্যান্স প্রদর্শন করেন সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর