বড় চমক! এবার ৮,০০০ একর জমির উপর ভারতে স্মার্ট সিটি তৈরি করছেন আম্বানি, থাকবে বিশ্বমানের সুবিধা

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড়সড় খবর সামনে এসেছে। ভারত তথা এশিয়ার শ্রেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানি (Mukesh Ambani) এবার দিল্লি এনসিআরের (Delhi NCR) কাছে একটি বড় পরিকল্পনা করছেন বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী তাঁরা ওই এলাকায় একটি বিশ্বমানের শহর গড়ে তোলার জন্য পদক্ষেপ গ্রহণ করছেন। সেটি হবে এক ধরণের স্মার্ট সিটি।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সাবসিডিয়ারি কোম্পানি মডেল ইকোনমিক টাউনশিপ (MET City) এই স্মার্ট সিটি তৈরি করতে চলেছে। দিল্লি এনসিআর-এর একটি বড় অর্থনৈতিক ক্ষেত্র গুরগাঁওয়ের কাছে হরিয়াণার ঝাজ্জারে MET সিটি তৈরি করা হচ্ছে। তথ্য অনুযায়ী, এখানে একটি গ্রিনফিল্ড সিটি গড়ে তোলা হচ্ছে। আট হাজার একর জমির ওপর গড়ে উঠছে এই শহর। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এখানে ২২০ কেভির পাওয়ার সাবস্টেশন সহ ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক, ট্রিটমেন্ট প্লান্ট এবং রাস্তার নেটওয়ার্কও তৈরি করা হয়েছে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই নতুন রিলায়েন্স স্মার্ট সিটি ৪ টি জাপানি সংস্থার “নতুন বাড়ি” হিসেবেও বিবেচিত হচ্ছে। পাশাপাশি, তারা সেখানে কাজও শুরু করেছে। ওই কোম্পানিগুলি হল নিহন কোহেন, প্যানাসনিক, ডেনসো এবং টি-সুজুকি। উল্লেখ্য যে, নিহন কোহেনের ম্যানুফ্যাকচারিং ইউনিট হবে ভারতের বৃহত্তম ম্যানুফ্যাকচারিং ইউনিট।

মূলত, MET সিটি হল জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ। এই প্রসঙ্গে MET সিটির সিইও এসভি গোয়াল জানিয়েছেন, কোম্পানির ৪০০ টিরও বেশি ইন্ডাস্ট্রিয়াল কাস্টমার্স রয়েছে। পাশাপাশি, তিনি আরও জানান এটি “উত্তর ভারতের সবচেয়ে দ্রুত বর্ধনশীল গ্রিনফিল্ড স্মার্ট সিটিগুলির মধ্যে অন্যতম একটি।” এছাড়াও, এই MET সিটিতে ইউনিট স্থাপনকারী সংস্থাগুলিকে প্লাগ-এন-প্লে পরিকাঠামো প্রদান করা হয়।

কি কি সুবিধা থাকবে: উল্লেখ্য যে, MET সিটির অন্যতম আকর্ষণ এবং সুবিধা হল দিল্লি, গুরুগ্রাম, নয়ডা এবং অন্যান্য শহরগুলির সাথে দারুণ সংযোগ। শহরটি কুন্ডলি মানেসার পালওয়াল (KMP) এক্সপ্রেসওয়ে এবং নতুন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত। দিল্লি মুম্বাই ইন্ডাস্ট্রিয়াল করিডোর অর্থাৎ DMIC-র ডেডিকেটেড ফ্রেট করিডোরের সাথে এখানে রেল সংযোগও থাকবে।

whatsapp image 2023 06 13 at 1.24.34 pm

এদিকে, MET সিটির ওয়েবসাইট অনুসারে, এখানে কেউ কোনো ডেভেলপমেন্ট করতে চাইলে সেক্ষেত্রে ফ্রি হোল্ড ল্যান্ড সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। এদিকে, শিক্ষার সুবিধার ক্ষেত্রে, এই সিটির নিকটে SGT বিশ্ববিদ্যালয় এবং ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগের এডুকেশনাল ক্যাম্পাস শেহবাগ স্কুল রয়েছে। এছাড়াও, সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল AIIMS, MIT সিটির খুব কাছে রয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর