বড় পদক্ষেপ! এবার রাজ্যবাসী পাবেন বিনামূল্যে ডায়ালিসিস পরিষেবা, মিলবে এই হাসপাতালগুলিতে

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে স্বাস্থ্য খাতে ভালোভাবে পরিষেবা প্রদানের লক্ষ্যে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের তরফে। পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে রাজ্যবাসীকে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে অনেকটাই নিশ্চিন্ত করেছেন। তবে, এবার একটি বড় খবর সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার রাজ্যবাসী বিনামূল্যের ডায়ালিসিস পরিষেবা আরও বেশি করে পেতে চলেছেন। এমনই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে স্বাস্থ্য ভবনের তরফে।

উল্লেখ্য যে, আপাতত রাজ্যের সাতটি মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে সরকারি উদ্যোগে বিনামূল্যে ডায়ালিসিস পরিষেবা মেলে। তবে এবার সেই সংখ্যাকেই আরও বাড়ানো হচ্ছে। এমতাবস্থায়, চিকিৎসকরা মনে করছেন যে, নিঃসন্দেহে এটি একটি বড় পদক্ষেপ। এমনিতেই বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে ডায়ালিসিসের বিষয়টি অত্যন্ত খরচসাপেক্ষ। তবে, এবার এই পরিষেবা বৃহৎ আকারে বিনামূল্যে শুরু হলে তাতে প্রত্যক্ষভাবে লাভবান হবেন রাজ্যবাসী।

   

Now the citizens of the state will get free dialysis services

জানা গিয়েছে, সরকারের তরফে আরও ২৪টি হাসপাতালে এই পরিষেবা চালুর পরিকল্পনা করা হয়েছে। শুধু তাই নয়, স্বাস্থ্য দফতরের অনুমান অনুযায়ী, চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের মধ্যেই এই পরিষেবা শুরু হয়ে যেতে পারে। মূলত, বেশ কিছুদিন ধরেই এই বিষয়টির পরিপ্রেক্ষিতে নিয়ে ভাবনাচিন্তা চলছিল। তবে, এবার তা বাস্তবায়িত হতে চলেছে।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে চলে কটি লোকাল ট্রেন? ৯৯ শতাংশ ব্যক্তির কাছে নেই কোনো উত্তর, সংখ্যাটি জানলে অবাক হবেন

এদিকে, এই সংখ্যা বৃদ্ধির জেরে বর্তমানে রাজ্যের ডায়ালিসিস নেটওয়ার্কে যুক্ত হাসপাতালের সংখ্যা বেড়ে হতে চলেছে ৭৬। পাশাপাশি এই ২৪ টি হাসপাতালের বেশিরভাগই মহকুমা এবং স্টেট জেনারেল হাসপাতাল। মূলত, বিনামূল্যে ডায়ালিসিস পরিষেবা সব সরকারি হাসপাতালে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ গ্রহণ করছে স্বাস্থ্য ভবন।

আরও পড়ুন: ৬ মাসেই পয়সা ডবল! এবার বাজার কাঁপাচ্ছে এই কোম্পানির শেয়ার, কেনার জন্য লাইন লাগাচ্ছেন ক্রেতারা

এইসব হাসপাতালে মিলবে বিনামূল্যে ডায়ালিসিস: এই প্রসঙ্গে স্বাস্থ্য ভবন অনুযায়ী জানা গিয়েছে যে, বিধাননগর হাসপাতালে এই পরিষেবা মেলার পাশাপাশি আর ২৩ টি জায়গায় বিনামূল্যে ডায়ালিসিস পরিষেবা চালু হবে। তবে, এগুলি শুরু হবে সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে। এই তালিকায় রয়েছে ফালাকাটা থেকে শুরু করে কালনা, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, চাঁচল, টিএল জয়সওয়াল, সল্টলেক, হলদিয়া, ডোমকল, জঙ্গিপুর, নন্দীগ্রাম, ঘাটাল, শ্রীরামপুর, কালিম্পং, বনগাঁ, রঘুনাথপুর, খড়্গপুর, দিনহাটা, ইসলামপুর, বড়জোড়া, কাকদ্বীপ, নয়াগ্রাম এবং তেহট্ট ও কান্দি হাসপাতাল।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর