‘কাশ্মীর কি কলি’ সাজলেন নুসরত, ছবি তুললেন যশ, মুগ্ধ নেটিজেনরা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: যশ দাশগুপ্তের (yash dasgupta) সঙ্গে চুটিয়ে প্রেম করছেন নুসরত জাহান (nusrat jahan)। এখানে নয়, কাশ্মীরে। ছেলের দু মাস বয়স হওয়ার আগেই তাকে কলকাতায় রেখে যশের সঙ্গে তিনি পাড়ি দিয়েছেন ভূস্বর্গে। কাজের সঙ্গে সঙ্গে টুক করে হানিমুনটাও হয়ে যাচ্ছে।

কাশ্মীরে পৌঁছে ইস্তক প্রায়দিনই টুকটাক ছবি, ভিডিও শেয়ার করে চলেছেন নুসরত। প্রথমে ফটোগ্রাফারের কোনো নাম না দিলেও সম্প্রতি ছবির জন‍্য ‘স্বামী’ যশকে কৃতিত্ব দেওয়া শুরু করেছেন  তিনি। ডাল লেকের শিকারায় বসে প্রিয়তমর হাতে আদর করে ভিডিও শেয়ার করেছেন।


আর এবার ‘কাশ্মীর কি কলি’ রূপে ধরা দিলেন নুসরত। কাশ্মীরি পোশাক পরে হাতে ফুলের ঝুড়ি নিয়ে হাসিমুখে ক‍্যামেরার জন‍্য পোজ দিলেন তিনি। নিজেই নিজের রূপে মুগ্ধ নুসরত। পোস্টের ক‍্যাপশনে লিখেছেন, ‘কাশ্মীর কি কলি’। ছবি তোলার কৃতিত্ব দিয়েছেন যশকে।

https://www.instagram.com/p/CVmbzYSvtC0/?utm_medium=copy_link

নেটিজেনরাও মুগ্ধ অভিনেত্রীর রূপে। হৃদয় ও আগুনের ইমোজিতে ছয়লাপ কমেন্ট বক্স। পাশাপাশি যশের সঙ্গে যুগল ছবির চাহিদাও কিন্তু চড়া। তবে প্রশংসা থাকলে নিন্দাও তো সেখানে থাকবে। এক নেটনাগরিক তীব্র ভর্ৎসনা করে লিখেছেন, ‘একজনকে বিয়ে করে আরেকজনের সন্তানের মা হয়েছে। ছি ছি!’ আবার কয়েকজন কটাক্ষ করেছেন, এত ছোট শিশুকে বাড়িতে রেখে ঘুরতে আসার জন‍্য। কিন্তু নেচিবাচকতাকে অনেকদিন আগেই পাত্তা দেওয়া বন্ধ করেছেন যশ।

বুধবার নুসরতের দৌলতে বরফবৃষ্টির আমেজ পেয়েছে নেটিজেনরাও। বরফ বৃষ্টির মাঝেই ছাতা হাতে নিয়ে দাঁড়িয়ে গিয়েছেন নুসরত। চুলে তাঁর তখনো লাগানো ক্লিপ। বোঝা যাচ্ছে, তুষারপাত দেখে সাজগোজের মাঝেই ছুটে বেরিয়ে গিয়েছেন অভিনেত্রী। গায়ে মোটা নীল জ‍্যাকেট, হাতে গ্লাভস পরে ছাতা নিয়ে লেন্সের সামনে পোজ দিলেন নুসরত, ছবি তুললেন যশ। আদুরে ক‍্যাপশনে অভিনেত্রী লিখলেন, ‘চুম্বন যদি তুষারকণা হয়, আমি তোমাকে তুষারঝড় পাঠাবো’। সঙ্গে যশের নামের আগে ‘প্রিয়তম’।

https://www.instagram.com/p/CVj_z1DvwHR/?utm_medium=copy_link

পালটা যশও শেয়ার করেছেন নুসরতের তোলা ছবি। হলুদ সোয়েটার, নীল ডেনিমে সেজেছেন তিনি। মুখে একগাল হাসি। নুসরতকে ছবির কৃতিত্ব দিয়ে ক‍্যাপশনে লিখেছেন, ‘আজকের জন‍্য আমার হাসিটা পরেছি’। এখানেই শেষ নয়। আরো একটি রোম‍্যান্টিক ভিডিও শেয়ার করেছেন নুসরত। লেকের জলে নৌকায় ভাসতে ভাসতে যশের হাত আঁকড়ে ধরেছেন তিনি। নেপথ‍্যে বাজছে ‘মেরে হাত মে তেরা হাত হো’। সব মিলিয়ে কাশ্মীরে জমজমাট যশরত রোম‍্যান্স।

সম্পর্কিত খবর

X