কাজল কালো চোখের জাদু, শাহরুখের ‘মোহাব্বতে’র সুরে ভিডিও নুসরতের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ভারতে টিকটক (tiktok) ব‍্যান হওয়ার আগে তৃণমূলের সাংসদ অভিনেত্রী নুসরত জাহান (nusrat jahan) যে এই অ্যাপের অত‍্যন্ত ভক্ত ছিলেন তা সকলেই প্রায় জানেন। প্রায়ই সোশ‍্যাল মিডিয়ায় টিকটক ভিডিও করে শেয়ার করতেন তিনি। তাঁর ফলোয়ার সংখ‍্যাও ছিল দেখার মতো। এমনকি স্বামী নিখিল জৈনকেও নুসরতের টিকটকে সঙ্গ দিতে দেখা গিয়েছে।

তবে এখন সেসব অতীত। তাতে অবশ‍্য ‘কুছ পরোয়া নেহি’। কারণ টিকটকের জায়গায় এসে গিয়েছে ইনস্টাগ্রাম রিল ভিডিও। আর তাতে যে নুসরত বেশ সিদ্ধহস্ত হয়ে উঠেছেন তা আর বলার অপেক্ষা রাখে না। ফের একবার সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নুসরত জাহানের একটি ভিডিও যেখানে শাহরুখ খান অভিনীত ‘মোহাব্বতে’র গিটারের সুর বেজে উঠেছে।

কাজল কালো দুই চোখ, হালকা গোলাপি ঠোঁটে মিষ্টি হাসি, ‘মোহাব্বতে’র আইকনিক সুরেই ভিডিও করলেন নুসরত। অভিনেত্রীর মনমোহিনী হাসি দেখে মুগ্ধ নেটিজেনরা। হৃদয়ের ইমোজি দিয়ে কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন তারা। একজন মন্তব‍্য করেছেন, ‘মার ডালা’।

সম্প্রতি এক পুঁচকে কে সঙ্গে নিয়ে এক মজার ভিডিও বানিয়েছেন নুসরত। হিন্দি সিনেমার ডায়লগটি বসিয়েছেন নিজের গলায়। প্রথমে অভিনয় করে খুদেকে ঠেলে সরিয়ে দিলেন। আবার তারপরেই তাকে কাছে টেনে হাত দিয়ে হৃদয়ের সঙ্কেত দেখান অভিনেত্রী।

https://www.instagram.com/p/CIJE395nMIb/?igshid=dxsxg4rfedkx

অপরদিকে নুসরতের এই কাণ্ড দেখে হেসে লুটোপুটি খাচ্ছে খুদে। তবে সম্পর্কে সে নুসরতের কে হয় তা জানা যায়নি। নেটিজেনরাও হেসে কুটিপাটি অভিনেত্রী সাংসদের ভিডিও দেখে। নেটদুনিয়ায় বেশ ভাইরাল হয়েছে এই ভিডিও।

https://www.instagram.com/p/CHj23XRHkbc/?igshid=wripxoc40lsu

সম্প্রতি ভাইরাল হয় নুসরত জাহানের একটি ভিডিও যেখানে জনপ্রিয় হিন্দি গানের সঙ্গে জমিয়ে নাচতে দেখা গিয়েছে তাঁকে। শ্রেয়া ঘোষাল ও দর্শন রাঠোরের ‘মাহেরু মাহেরু’র তালে বসে বসেই নাচতে দেখা গিয়েছে নুসরতকে। তাঁর অসাধারণ মুখের এক্সপ্রেশন নজর কেড়েছে বিশেষ করে। তবে এই ভিডিওটি নিজের হ‍্যান্ডেলে শেয়ার করেননি অভিনেত্রী। টলি প্ল‍্যানেট বাংলা নামে একটি ইনস্টাগ্রাম পেজ থেকে শেয়ার করা হয়েছে এই ভিডিও। আর শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভাইরাল ভিডিওটি।

 

View this post on Instagram

 

A post shared by Nusrat (@nusratchirps)

X