করোনা আবহেই লন্ডন পাড়ি নুসরতের, নেটদুনিয়ায় ভাইরাল সাংসদ অভিনেত্রীর এয়ারপোর্ট লুক; দেখুন ছবি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: লকডাউন শিথিল হতেই আগামী ছবির শুটিংয়ের জন‍্য লন্ডন উড়ে গেলেন তৃণমূল (tmc) সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান (nusrat jahan)। রবিবার কলকাতা বিমান বন্দরে পাপারাৎজির ক‍্যামেরাবন্দি হন তিনি। নুসরতের এয়ারপোর্ট লুক (airport look) দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের।

নীল রঙের প‍্যান্ট ও ও একই রঙের শার্ট পরে এদিন ক‍্যামেরাবন্দি হন নুসরত। সঙ্গে ছিল কালো বুট জুতো ও হলুদ রঙের ব‍্যাগ। মুখে ছিল NJ লেখা মাস্ক। প্রখ‍্যাত ফ‍্যাশন ডিজাইনার চিক্কি গোয়েনকা এই বিশেষ আউটফিটটি ডিজাইন করেছেন অভিনেত্রীর জন‍্য।


স্বাভাবিক ভাবেই নুসরতের এই এয়ারপোর্ট লুক বেশ নজর কেড়েছে নেটজনতা ও ফ‍্যাশনিস্তাদের। অভিনেত্রী নিজেই লন্ডন পড়ি দেওয়ার খবর শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে। ইতিমধ‍্যেই বেশ ভাইরাল হয়েছে নুসরতের এয়ারপোর্ট লুকের এই ছবিগুলি।

https://www.instagram.com/p/CFo5vOcn66e/?igshid=m5k7777ybf4v

জানা গিয়েছে, ‘স্বস্তিক সংকেত’ ছবির শুটিংয়ের জন‍্য লন্ডনে উড়ে গিয়েছেন সাংসদ অভিনেত্রী। অ্যাডভেঞ্চার থ্রিলার ঘরানার হতে চলেছে এই ছবি। নুসরত ছাড়াও ছবিতে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ‍্যায়, গৌরব চক্রবর্তী ও রুদ্রনীল ঘোষকে। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সায়ন্তন ঘোষাল। ছবিটি প্রযোজনা করছে এসকে মুভিজ।

এছাড়াও আরো একটি ভিডিও সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নুসরত। এটি একটি নতুন ফটোশুটের ভিডিও। লাল কালো ট্র‍্যাক সুটের সঙ্গে হাই পনিটেলে বেশ অন‍্যরকম দেখাচ্ছে তাঁকে। ভিডিওটিতে ২৯ হাজার ভিউ হয়েছে।

https://www.instagram.com/p/CFpkAbInX0g/?igshid=ozw3cz8wyawy

প্রসঙ্গত, চলতি বছর পুজোতেই মুক্তি পাবে নুসরত জাহান অভিনীত ‘SOS Kolkata’। জানা গিয়েছে ছবির চিত্রনাট‍্য লেখা হয়েছে জঙ্গি হানা নিয়ে। ইতিমধ‍্যেই প্রকাশ‍্যে এসেছে ছবির প্রথম পোস্টার। যশ দাশগুপ্তকে দেখা গিয়েছে সেই পোস্টারে। তবে এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষনা হয়নি ছবি মুক্তির তারিখ।

X