অন্তর্বাসের ফাঁকে উঁকি দিচ্ছে বুকে আঁকা ট‍্যাটু, নেটপাড়ায় ঝড় তুললেন তৃণমূলের ‘হট’ সাংসদ নুসরত

Published On:

বাংলাহান্ট ডেস্ক: একের পর এক নতুন নতুন চমক দিয়েই চলেছেন তৃণমূল (tmc) সাংসদ নুসরত জাহান (nusrat jahan)। ফিল্মি কেরিয়ার, রাজনৈতিক কেরিয়ার সব সামলে সোশ‍্যাল মিডিয়ায় অনুরাগীদেরও মন জয় করে চলেছেন অভিনেত্রী সাংসদ। নতুন নতুন ফটোশুট (photoshoot), ভিডিওতে নজর কাড়ছেন তিনি।

শাড়ি হোক বা নেহাতই ঘরোয়া ক‍্যাজুয়াল পাজামা-টপ, সবেতেই অনুরাগীদের মাথা ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন নুসরত। সব সময়েই তিনি কিছু না কিছু চমক দিতে ভালবাসেন। সম্প্রতি একেবারে ঘরোয়া লুকে কিছু ফটোশুট করেছেন নুসরত। কালো প‍্যান্ট, টপ পরে মোমবাতির আলো নিয়ে বাড়িতেই ফটোশুট করেছেন তিনি।

তবে চমক দিয়েছে অন্তর্বাসের ফাঁকে উঁকি দেওয়া ট‍্যাটু। বোল্ড অবতারে উষ্ণতার পারদ যেন কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন নুসরত। সাধারন ফটোশুটেও বিশেষ বার্তা দিয়েছেন অভিনেত্রী সাংসদ। লিখেছেন, ‘যারা প্রেমে থাকেন তাদের কোনো ধর্ম বা জাত হয় না। যেই হও, যাই করো, প্রেমে থাকো।’

https://www.instagram.com/p/CIm2lTFHBos/?igshid=6egnq6ph5pvb

সম্প্রতি সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নুসরত জাহানের একটি ভিডিও যেখানে শাহরুখ খান অভিনীত ‘মোহাব্বতে’র গিটারের সুর বেজে উঠেছে। কাজল কালো দুই চোখ, হালকা গোলাপি ঠোঁটে মিষ্টি হাসি, ‘মোহাব্বতে’র আইকনিক সুরেই ভিডিও করলেন নুসরত। অভিনেত্রীর মনমোহিনী হাসি দেখে মুগ্ধ নেটিজেনরা। হৃদয়ের ইমোজি দিয়ে কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন তারা। একজন মন্তব‍্য করেছেন, ‘মার ডালা’।

https://www.instagram.com/p/CIKbugcHV4O/?igshid=1inx03nazj307

তার আগে এক পুঁচকে কে সঙ্গে নিয়ে এক মজার ভিডিও বানান নুসরত। হিন্দি সিনেমার ডায়লগটি বসান নিজের গলায়। প্রথমে অভিনয় করে খুদেকে ঠেলে সরিয়ে দিলেন। আবার তারপরেই তাকে কাছে টেনে হাত দিয়ে হৃদয়ের সঙ্কেত দেখান অভিনেত্রী।

https://www.instagram.com/p/CHaDdbKHHA0/?igshid=e78edlnsfy77

অপরদিকে নুসরতের এই কাণ্ড দেখে হেসে লুটোপুটি খাচ্ছে খুদে। তবে সম্পর্কে সে নুসরতের কে হয় তা জানা যায়নি। নেটিজেনরাও হেসে কুটিপাটি অভিনেত্রী সাংসদের ভিডিও দেখে। নেটদুনিয়ায় বেশ ভাইরাল হয়েছে এই ভিডিও।

X