প্রথম কেমো নিয়েই শুটিং ফ্লোরে, ঐন্দ্রিলার মনের জোরকে কুর্নিশ সহকর্মীদের

বাংলাহান্ট ডেস্ক: ক‍্যানসারের (cancer) সঙ্গে যুদ্ধ করতে করতেই শুটিং (shooting) ফ্লোরে ফিরলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (oindrila sharma)। প্রথমবার কেমো নিয়েই নিজের শুটিং জগতে ফিরে এসেছেন তিনি। অভিনেত্রীর অদম‍্য মনের জোর ও সাহসকে কুর্নিশ জানিয়েছেন সকলে।

নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন ঐন্দ্রিলা। ছোট করে কাটা চুল ও শাড়িতে ক‍্যামেরাবন্দি হয়েছেন তিনি। ক‍্যাপশনে লিখেছেন, ‘প্রথম সাইকেলের পর শুটিং ফ্লোরে প্রথম দিন।’ মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে ছবিটি। ঐন্দ্রিলার সতীর্থ থেকে অনুরাগীরা সকলেই শুভেচ্ছা জানিয়ে মনোবল বাড়িয়েছেন তাঁর।

FB IMG 1615201699305
দিল্লির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে ঐন্দ্রিলার। তাঁর সঙ্গে ছিলেন অভিনেত্রীর বিশেষ বন্ধু অভিনেতা সব‍্যসাচী চৌধুরী (sabyasachi chowdhury)। প্রথম দিন থেকেই ঐন্দ্রিলার পাশে থেকে তাঁর মনোবল বাড়িয়ে চলেছেন তিনি।

https://www.instagram.com/p/CMLwhuFj8Gu/?igshid=ph1mpwh3f3hl

সম্প্রতি নিজের ফেসবুক হ‍্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন ঐন্দ্রিলা। হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখা যাচ্ছে তাঁকে। সামনে টেবিলে সাজানো রয়েছে খাবার‌। পাশে সব‍্যসাচী দাঁড়িয়ে যত্ন করে সব খাবার সাজিয়ে দিচ্ছেন ঐন্দ্রিলার জন‍্য। ছবির ক‍্যাপশনে অনুরাগীদের প্রার্থনা করার অনুরোধ জানান ঐন্দ্রিলা।

অভিনেত্রীর এই ছবি দেখে চোখ ছলছল তাঁর অনুরাগীদেরও। ঐন্দ্রিলার দ্রুত সুস্থতার কামনা করেছেন সকলে। হাসপাতালের কেবিনের জানলার পাশে সব‍্যসাচীর সঙ্গে ছবি শেয়ার করেছেন ঐন্দ্রিলা। নিজের লম্বা চুলও ছোট করে কেটে ফেলেছেন তিনি। হাসিমুখে পোজ দিয়েছেন ক‍্যামেরার জন‍্য। সেই ছবিতে সব‍্যসাচীকেও ট‍্যাগ করেছেন তিনি।

https://www.instagram.com/p/CMJrduTB6Vo/?igshid=ahdxsphmv61c

এর আগে ২০১৫ সালে ‘টেন্টস’ নামক এক বিরল ক‍্যানসারে আক্রান্ত হন তিনি। দেড় বছর ধরে চলে ক‍্যানসারের বিরূদ্ধে তাঁর লড়াই। নিতে হয় ১৬টি কেমোথেরাপি ও ৩৩টি রেডিয়েশন। তবে আগেও হাল ছাড়েননি অভিনেত্রী। তাঁর মতে, ক‍্যানসার হওয়া মানেই আর বাঁচবে না এই ধারনাটাই ভুল। ক‍্যানসারের সঙ্গে যুদ্ধে জয়ী হয়ে তিনি অভিনয় জগতে ফিরেছেন।

Niranjana Nag

সম্পর্কিত খবর