‘মহুলের জীবনেও একটা শোভন আসুক’, মেয়ের সহবাস নিয়ে খুল্লমখুল্লা মন্তব্য বৈশাখীর

বাংলা হান্ট ডেস্ক : কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) এবং বৈশাখি বন্দ্যোপাধ্যায়ের (Baishakhi Banerjee) প্রেমের কথা কে না জানে না! যদিও খাতায় কলমে তিনি আজও রত্না চট্ট্যোপাধ্যায়ের স্বামী, তবে থাকেন বৈশাখির সাথেই। প্রাক্তন মেয়রের এই সম্পর্কের কোনও আইনি স্বীকৃতি না থাকলেও তাদের ঘরে সুখের অভাব কিন্তু নেই। এইদিন এই বিষয়ে খোলামেলা উত্তরও দিলেন শোভন বান্ধবী।

আনন্দবাজারের সাথে এক সাক্ষাৎকারে এইদিন বৈশাখি জানান, ‘সহবাসের গ্লানি আর সহবাসের সৌন্দর্য দু-টোই গ্রহণ করতে হয়’। তার কথায়, ‘আমার মত স্বাধীন মানুষ, যে লোকের কথা খুব কম চিন্তা করি, তাকেও ভাবতে হয় হোয়াট নেক্সট।’ কথায় কথায় নীনা গুপ্তার প্রসঙ্গও টেনে আনেন তিনি। তিনি নিজে সহবাস করলেও মেয়ে মাসাবাকে সেই পথে হাঁটতে দেননি।

বিয়ের জন্য একপ্রকার জোরই করেছিলেন মাসাবাকে। তবে বিয়ের পর খুব একটা ভালো হয়নি। বিয়ের কয়েক মাসের মধ্যেই ভেঙে যায় বিয়ে। যে কারণে একটা লম্বা সময় পর্যন্ত আত্নগ্লানিতে ভুগেছিলেন নীনা। একইভাবে মহুলকে নিয়েও তিনি শোভনের সাথে আলোচনা করেছিলেন। বৈশাখির কথায়, ‘মহুল (আসল নাম রিলিনা) এখন অনেক ছোট। আমি শোভনকে এখন বলি, ও আমায় (পালটা) বলে- ‘পুরো পাগলি একটা’।

আরও পড়ুন : TRP-র খেল, সন্ধ্যা নামলেই অ্যাডাল্ট সিনের রমরমা! এই ৩ সিরিয়াল বয়কটের ডাক দিল দর্শক

বৈশাখির কথায়, ‘আমি মাঝে মাঝেই বলি, আমার জীবনে যেমন তুমি আছো, ওর জীবনে যেন একটা শোভন থাকে। আমি সত্যি জানি না আমার মেয়ে আদেও একটা ছেলেকে বিয়ে করবে কিনা। হতেই পারে ওর কোনও মেয়েকে ভালো লেগে গেল। এটা ওর জীবন। আমি মুক্তমনা। আমি কোনওদিন ওর উপর কিছু চাপিয়ে দিইনি। চাই না আমি যেমন স্বামী পেয়েছিলাম তেমন স্বামী ও পাক, তার চেয়ে শোভনের মতো কোনও পার্টনার ওর জীবনে আসুক।’

আরও পড়ুন : অবশেষে বিয়ের ঘোষণা করেই দিলেন আমির খান! কবে চারহাত এক হচ্ছে? প্রকাশ্যে এল দিনক্ষণ

sovan baishakhi 4

বৈশাখি মনে করেন, খারাপ স্বামী কখনও ভালো বাবা হতে পারেনা। আর যে মানুষ ভালোবাসতে জানে সে কখনও খারাপ বাবা হয়না। শোভন তো এখন মহুলকে দত্তকও নিতে চায়। নিয়মিত মহুলের স্কুলের পেরেন্টস মিটিং-এও উপস্থিত থাকেন শোভন। একজন বাবার সমস্ত দায়িত্ব কর্তব্যই তিনি পালন করেন। এই বিষয়ে শোভন নাকি বলেছেন, ‘যেদিন তোমার সঙ্গে আমার বিয়ে হয়ে যাবে, সেদিন একটু রেস্ট নেব। এখন আমি ভাবতেও পারি না এগুলো তুমি একা করবে’।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর