বাংলা হান্ট ডেস্ক : দীর্ঘদিন ধরেই চর্চায় রয়েছে হাওড়া-এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা। গঙ্গার নীচ দিয়ে কবে থেকে চলবে মেট্রো? তারই প্রহর গুনছে সাধারণ মানুষ। তবে আচমকা পরিদর্শন বন্ধ হয়ে যাওয়ায় আপাতত বিশ বাঁও জলে গঙ্গার নিচে মেট্রোর (Kolkata Metro) পরিষেবা শুরুর সম্ভাবনা। শোনা যাচ্ছে , মেট্রো লাইনের কাজ দেখে নাকি মোটেও খুশি নন খোদ কমিশনার অফ মেট্রো রেলওয়ে সেফটির আধিকারিকরাই।
উল্লেখ্য, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা শুরুর জন্য প্রয়োজন কমিশনার অফ রেলওয়ের সেফটির ছাড়পত্র। তার আগে মেট্রোর কাজ পরিদর্শনে এসেছিলেন কমিশনার অফ মেট্রো রেলওয়ে সেফটির (Commissionor of Metro Railways Safety) আধিকারিকরা। পরিকাঠামো অসম্পূর্ণ দেখে পরিদর্শন বাকি রেখেই ফিরে যান তারা।
শোনা যাচ্ছে, গত শুক্রবার হাওড়া থেকে ময়দান পর্যন্ত অংশের কাজের অগ্রগতি দেখে কার্যত বিরক্ত কমিশনার অফ মেট্রো রেলওয়ে। কাজ অসম্পূর্ণ রেখে কেন তাদের ট্র্যাক পরিদর্শন করতে ডাকা হয়েছে সেই নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। পরিদর্শন শুরু হতেই উঠে আসে ১৯ টি প্রশ্ন। এমতাবস্থায় সামনের বছরের শুরুতেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর গঙ্গার নীচের অংশের পরিষেবা শুরু করার পরিকল্পনা বিশ বাঁও জলে।
আরও পড়ুন : বড় উপহার পশ্চিমবঙ্গ সরকারের! এবার ছাত্রীরা পাবেন বিশেষ ছাড়, ঘোষণা শিক্ষামন্ত্রীর
বিষয়টি নিয়ে জলঘোলা শুরু হতেই মুখ খুলেছে কলকাতা মেট্রো। এইদিন কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এক সাংবাদিক সম্মেলনে জানান, যখনই কোনও শাখায় মেট্রো পরিষেবা চালু হওয়ার কথা হয় তখন তার সিদ্ধান্ত নেয় রেল বোর্ড। আর এবার গঙ্গার নীচ দিয়ে মেট্রো চলাচল নিয়ে কোনও মন্তব্য করেনি রেল।
আরও পড়ুন : প্রতি কেজি ২৫ টাকা! আটা, ডালের পর এবার চালের দাম কমাতে নয়া উদ্যোগ মোদী সরকারের, খুশি আম জনতা
সেই সাথে তিনি আরও জানিয়েছেন, হাওড়া ময়দান থেকে ধর্মতলা রুটে (Howrah Maidan to Esplanade) গঙ্গার নিচে একাংশে পরিকাঠামো তৈরির কাজ এখনও সম্পন্ন হয়নি। কারণ এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান অবধি বাণিজ্যিক পরিষেবা শুরু করার জন্য এই টানেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অংশের কাজ অসমাপ্ত থাকায় পরিদর্শনের কাজ বন্ধ রেখেছে কমিশনার অফ রেল সেফটি। তবে অবশিষ্ট কাজ সম্পূর্ণ হলেই পুনরায় ট্র্যাক পরিদর্শনে আসবেন আধিকারিকরা। সেখান থেকে ছাড়পত্র মিললেই চালু হবে রেল পরিষেবা।