এনডিএ ভার্সেস ইন্ডিয়া! ঠিক হয়ে গেল বিজেপি বিরোধী মহাজোটের নাম

বাংলা হান্ট ডেস্কঃ পাখির চোখ ২৪ লোকসভা নির্বাচন (Loksabha Election)। আর সেই নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়তে মরিয়া চেষ্টা চালাচ্ছে দেশের প্রায় সমস্ত বিরোধী শক্তি। আজ বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হচ্ছে মহা জোটের দ্বিতীয় বৈঠক (Opposition Meet)। বিজেপি-বিরোধী শিবিরের এই বৈঠকে দেশের ২৬টি বিরোধী দলের নেতারা উপস্থিত রয়েছেন। উপস্থিত আছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)।

জানা গিয়েছিল মঙ্গলের বৈঠকে অন্যান্য বিষয়ের পাশাপাশি বিরোধী জোটের নতুন নাম কী হবে সেই নিয়েও আলোচনা হতে পারে। এরই মধ্যে সূত্রের খবর, বিরোধীদের জোটের নাম দেওয়া হবে, ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স’ বা সংক্ষেপে ‘ইন্ডিয়া’ (INDIA)। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-র বিরুদ্ধে ময়দানে নামবে ‘ইন্ডিয়া’।

শেষ পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, জোটের বৈঠকে অনেক নাম নিয়ে আলোচনা হলেও এই ‘ইন্ডিয়া’ নামটি রাখতেই সকলে বেশি আগ্রহ দেখাচ্ছে। তাই বিশেষ কিছু পরিবর্তন না হলে এবার লোকসভা ভোটে লড়াই করবে ‘ইন্ডিয়া’। জানা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি চান নি জোটের নামে কোনও ‘ফ্রন্ট’ থাকুক। সবদিক বিবেচনা করে ‘ইন্ডিয়া’ নামটি রাখা হল।

প্রথমে এই নামের ইঙ্গিত দিয়ে টুইট করেন ডেরেক ও’ব্রায়েনের। তার কিছুক্ষন পরই আরজেডি আর শিব সেনার তরফে এই নাম নিশ্চিত করা হয়। অনেকেই মনে করছেন নামের মাধ্যমে আম জনতার দেশাত্মবোধ উসকে দিতে চাইল বিরোধীরা। আবার ওয়াকিবহাল মহলের মত, ‘ইনক্লুসিভ’ শব্দটি ব্যবহার করে বিজেপির বিভাজনের রাজনীতিকেও খোঁচা দেওয়া হল।

জানা যাচ্ছে শীঘ্রই আনুষ্ঠানিক ভাবে নামের বিষয়টি জানানো হবে। অন্যদিকে আজ বেঙ্গালুরুর বিরোধী বৈঠক বৈঠক থেকে বেরিয়ে প্রতিক্রিয়ায় দিতে গিয়ে মমতা জানিয়েছেন, “জোটের বৈঠক ভাল হয়েছে। গঠনমূলক হয়েছে।”


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর