বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) এই শব্দগুলির সাথে পরিচিত প্রায় প্রত্যেক নেটিজেন। কারণ, আজকাল সোশ্যাল মিডিয়াতে (Social Media) ঢুঁ মারলেই অপটিক্যাল ইলিউশন সংক্রান্ত হাজার হাজার ছবি সামনে আসে। মূলত, এই ছবিগুলি সাধারণ ছবির তুলনায় কিছুটা পৃথকও হয়।
এদিকে, ওই বিশেষ ছবিগুলিতে একটি নির্দিষ্ট ধরণের প্রতীক বা বিষয়কে অনুসন্ধান করতে হয় নেটিজেনদের। এমতাবস্থায়, তীক্ষ্ণ মনের মানুষেরা সহজেই এই ধরণের ধাঁধার সমাধান করতে পারলেও কিছু ক্ষেত্রে ছবিগুলি এতটাই কঠিন থাকে যে অধিকাংশ মানুষই এগুলির সঠিক উত্তর দিতে পারেন না।
আরও পড়ুন: উত্তরবঙ্গ যাওয়ার টিকিট হবে কনফার্ম, স্পেশ্যাল ট্রেনের ঘোষণা রেলের! শিয়ালদহ থেকে চলবে এই সময়ে
তবে, এই সমস্ত ছবি সমাধানের অভ্যাস অবশ্য বাড়িয়ে দেয় মস্তিষ্কের কর্মক্ষমতাকে। এদিকে, সম্প্রতি ঠিক সেইরকমই এক ছবি দাপিয়ে বেড়াচ্ছে নেটমাধ্যম। যেটিতে সাক্ষাৎ মহাদেবকে খুঁজে পেতে ব্যস্ত হয়ে পড়ছেন নেটিজেনরা। এমতাবস্থায়, সেই ছবিটি আমরা উপস্থাপিত করছি পাঠকদের সামনে।
আরও পড়ুন: ভুয়ো আইনজীবী হয়ে জিতেছেন ২৬ টি মামলা! ধরা পড়তে তিরস্কারের বদলে প্রশংসা পাচ্ছেন অভিযুক্ত
খুঁজতে হবে মহাদেবকে:
সম্প্রতি ভাইরাল হওয়া ছবিটিতে দেখা গিয়েছে যে, একটি ব্যস্ততম রাস্তার ছবি। যেখানে রয়েছে প্রচুর গাড়ি এবং মানুষ। তবে, ওই ছবিতেই দেখা যাবে মহাদেবকে। সেক্ষেত্রে আপনাকে নির্ধারিত ৭ সেকেন্ডের মধ্যে খুঁজে বার করতে হবে তাঁকে। তবে, শেষপর্যন্ত যদি আপনি মহাদেবের অবয়ব খুঁজে না পান, সেক্ষেত্রে চিন্তা নেই, কারণ আমরা সঠিক অবস্থানটি জানিয়ে দিচ্ছি।
এইখানে রয়েছেন মহাদেব:
আপনি যদি ছবিটিকে একটু সময় নিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে খুব সহজেই উত্তরটি খুঁজে সমর্থ হবেন আপনি। সেক্ষেত্রে খুঁটিয়ে দেখতে হবে ছবিটিকে। আসলে ছবিটিতে গাড়িঘোড়ার মধ্যেই ফুটে উঠেছে মহাদেবের অবয়ব। আপনি ছবিটিকে কিছুটা চোখ বন্ধ অবস্থায় দেখলে পুরো বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। তবে, আমাদের দেখিয়ে দেওয়ার আগেই আপনি যদি নির্ধারিত ১০ সেকেন্ডের মধ্যে মহাদেবের অবয়বকে খুঁজে পেতে সমর্থ হন সেক্ষেত্রে আপনি নিঃসন্দেহে একজন জিনিয়াস।