Optical Illusion: ছবির মধ্যে কোথায় লুকিয়ে 768? ১৫ সেকেন্ডে খুঁজে বার করলেই আপনি জিনিয়াস

বাংলাহান্ট ডেস্ক : আজকাল সবার হাতেই রয়েছে স্মার্টফোন। স্মার্টফোনের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় সারাদিন ডুবে থাকা যায় বিনোদনে। কর্মব্যস্তময় জীবনের ফাঁকে একটু আনন্দ পেতে তাই আজকাল অনেকেই শরণাপন্ন হন সোশ্যাল মিডিয়ার। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ট্রেন্ড দেখা যায়।

অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) ট্রেন্ড

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ ট্রেন্ডে রয়েছে অপটিক্যাল ইলিউশন (Optical Illusion)। ছোটবেলায় আমরা অনেকেই অপটিক্যাল ইলিউশনের খেলা খেলেছি। তবে এই মুহূর্তে সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হচ্ছে এই ধরনের খেলাগুলি। ছোট বড় সকলেই নিজেদের চোখ ও মস্তিষ্কের উর্বরতা যাচাই করার জন্য সমাধান করে ফেলছেন একের পর এক অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion)।

আরোও পড়ুন : অফিসে বসের সুনজরে থাকতে চান? মেনে চলুন চাণক্যর এই ৫টি উপদেশ

আজ আমরা তেমনই একটি সংখ্যার অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) নিয়ে এসেছি আপনাদের জন্য। আজকের প্রতিবেদনে যে ছবিটি দেখতে পাচ্ছেন তাতে রয়েছে অসংখ্য নম্বর। বলাই বাহুল্য এই ছবিটি তৈরি হয়েছে অসংখ্য 798 নম্বরের সমন্বয়ে। তবে মজার ব্যাপার হল এই অসংখ্য 798 নম্বরের মধ্যে লুকিয়ে রয়েছে একটি 768।

আরোও পড়ুন : টিআরপি বাড়াতে মোক্ষম চাল, কৌশিকীকে বাঁচাতে গিয়ে গর্ভের সন্তানকে বলি দেবে জগদ্ধাত্রী!

আপনাদের কাজ হবে মাত্র ১৫ সেকেন্ড সময়ের মধ্যে এই 768 নম্বরটিকে খুঁজে বার করা। আপনার ১৫ সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন। মাথা থেকে সমস্ত চিন্তা ঝেড়ে ফেলে, অত্যন্ত মনোযোগ দিয়ে দেখুন নম্বরগুলি। প্রথম দেখাতে একটু হলেও চোখ ধাঁধিয়ে যেতে পারে। তবে মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই আপনি সফলতা পাবেন। যদি ১৫ সেকেন্ডের মধ্যে যদি 768 নম্বরটি খুঁজে পেতে ব্যর্থ হন তাহলে আপনি এই খেলায় পরাজিত হয়েছেন।

Optical Illusion

আমরা নিচের ছবিতে মার্ক করে চিহ্নিত করে দিয়েছি 768 নম্বরটিকে। অন্যদিকে, আপনি যদি ১৫ সেকেন্ডের মধ্যে সঠিক উত্তরটি খুঁজে পেয়ে যান তাহলে আপনাকে অভিনন্দন। আপনার চোখ ও মস্তিষ্কের উর্বরতার প্রশংসা করতেই হয়। এক কথায় বলা যেতে পারে আপনি জিনিয়াস। কারণ এই ধরনের ধাঁধার সমাধান খুব কম সংখ্যক মানুষই করতে পারেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর