অবশেষে গর্গ চট্টোপাধ্যায়ের মুখে ফুটলো হাসি, বাতিল পবন সিংয়ের বহুলার অনুষ্ঠান, মুখ পুড়লো হরেরাম সিংয়ের!

বাংলাহান্ট ডেস্ক : বুম! বোমা ফাটল রাজনৈতিক মহলে। দুদিনের মধ্যে পাশাবদল শাসকদলের। বাংলা পক্ষ বনাম শাসকদলের হার জিতের খেলায়, জিতলো অবশেষে বাংলা পক্ষই। বাংলায় গুজরাটি মুন্ডা নয়, বাঙালীর কথাই হচ্ছে শেষ কথা। আর সেটাই প্রমাণ হয়ে গেলো। বাংলায় বাতিল হলো পবন সিংয়ের (Paban Singh) অনুষ্ঠান। আবার বাতিল করলো কারা? খোদ হরেরাম সিংয়ের পুত্র প্রেমপাল সিং। তবে হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ কি? জানুন আজকের প্রতিবেদনে।

কেনো বাতিল হলে পবন সিংয়ের (Paban Singh) অনুষ্ঠান:

দুই কি তিনদিন আগের ঘটনা যেদিন সমাজমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। যে ভিডিওতে মূলত দেখা যায়, গুজরাটি খ্যাত গায়ক পবন সিং (Paban Singh) সানন্দে জানাচ্ছেন, তিনি বাংলায় আসতে চলেছেন। তাকে জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক হরেরাম সিং এবং তার পুত্র প্রেমপাল সিং আমন্ত্রণ জানিয়েছেন। যদিও এই নিয়ে কম জলঘোলা হয়নি। কিন্তু এদিকে এমন ঘোষণার দিন দুয়েক কাটতে না কাটতেই পবন সিংয়ের (Paban Singh) অনুষ্ঠান বাতিল।

আরো পড়ুন : আম্বানির সাথে টক্কর! “JioHotstar”-এর ডোমেন কিনে চরম বিপাকে যুবক, করা হল মামলা

আজ অর্থাৎ অক্টোবরের ২৬ তারিখ প্রেমপাল সিং প্রেস কনফারেন্সের মাধ্যমে ঘোষণা করেন যে, বহুলায় ৩রা নভেম্বর পবন সিংয়ের (Paban Singh) অনুষ্ঠানের বাতিল করা হয়েছে। তিনি জানান, “৩ তারিখ ভোজপুরি স্টার অর্থাৎ বলিউড স্টার পবন সিংয়ের (Paban Singh) যে কর্মসূচি ছিল তা কিছু কারণের জন্য বাতিল করা হচ্ছে। মূলত ওনাকে লাগাতার বিরোধিতা করার কারণে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। যদিও প্রশাসনের তরফে নিরাপত্তার কথা জানানো হয়। তবে প্রশাসন জানিয়েছেন, এই মূহুর্তে কড়া নিরাপত্তা দিতে পারবে না। তাই সমস্ত কিছু বিচার বিবেচনা করেই এই প্রোগ্রাম বাতিল করা হয়েছে।”

আরো পড়ুন : বিয়ের ৬ মাস ঘোরার আগেই নতুন প্রেমের গুঞ্জন, আদৃত-কৌশাম্বীর মাঝে তৃতীয় ব্যক্তি এই সুন্দরী!

তিনি জানান, বহুলায় প্রতিবছর কালীপুজো হয়। অত্যন্ত ধুমধাম করেই এই কালীপুজো করা হয়। সেই সাথে স্থানীয়দের মন ভালো করার জন্য কোন না কোন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। আর এই অনুষ্ঠানে প্রায় সময় ছোট বড় মাপের তারকারা আসেন, সেইসাথে মনোরঞ্জন করান। এবারও সেই ব্যবস্থাই করা হয়েছে। এই অনুষ্ঠানে বাঙালি শিল্প শিল্পীরা তো আসবেনই। সেই সাথে ৩ রা নভেম্বর পবন সিংয়ের (Paban Singh) অনুষ্ঠান করার কথা ছিল। যদিও এটি হচ্ছে না। তবে এই অনুষ্ঠান বাতিলের পিছনে শুধু প্রশাসনের নিরাপত্তায় নয় একই সাথে তিনি এই অনুষ্ঠানকে নিয়ে বিরোধিতারও উল্লেখ করেন।

Paban Singh

এই নিয়ে সংবাদ মাধ্যমে তরফ থেকে প্রেমপাল সিংকে জিজ্ঞেস করা হয় কোন সংগঠন এই নিয়ে বিরোধীতা করছে? তবে প্রেমপাল সিং এই নিয়ে কোন বিশেষ মন্তব্য করেননি। তিনি শুধু বলেছেন, কোন বিশেষ সংগঠনের নাম তিনি নিতে চান না, একাধিক সংগঠন পবন সিংয়ের আসা নিয়ে তীব্র নিন্দা করছে। সেই সাথে “পর্নসিং” বলেও কটাক্ষ করা হচ্ছে। আর ঠিক এই সমস্ত কারণেই ৩ তারিখে অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে কি শাসক দল ভয় পেয়ে গেল? বাংলা পক্ষর এমন বিরোধিতা দেখে কি পিছিয়ে গেলেন তারা? এমনই মন্তব্য ভেসে আসছে বিভিন্ন মহল থেকে।


Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর