বাংলা হান্ট ডেস্কঃ বিগত কিছুমাস ধরে বঙ্গে লাগাতার সামনে এসেছে কেন্দ্রের আবাস যোজনা (Awas Yojana) নিয়ে বেসামাল দুর্নীতির (Corruption) অভিযোগ। যোজনার তালিকায় করা হয়েছে বহু বেনিয়ম। এমনই অভিযোগে ধুন্ধুমার দশা বঙ্গে। অন্যদিকে ক্রমাগত বাড়তে থাকা দুর্নীতি রুখতে এবং অভিযোগ সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় দল। অন্যদিকে এরই মধ্যে আবাসের তালিকা থেকে নাম বাদ পড়েছে পদ্মশ্রী’ (Padmasree) পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী মঙ্গলাকান্ত রায়ের (Mangala Kanta Roy)। আর এই নিয়েই শোরগোল জলপাইগুড়িতে।
ঠিক কী অভিযোগ সংগীতশিল্পীর? ‘পদ্মশ্রী’ সংগীতশিল্পীর অভিযোগ, প্রথম অবস্থায় আবাস যোজনার (Awas Yojona) তালিকায় নাম ছিল তাঁর। তবে আবাসের দ্বিতীয় তালিকা সামনে আসতেই তিঁনি দেখেন প্রথম তালিকায় নাম থাকার পরও দ্বিতীয় তালিকাতে বাদ পড়েছে তাঁর নাম। এই নিয়েই বেজায় ক্ষুব্ধ পদ্মশ্রী’ পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী মঙ্গলাকান্ত রায়। পাশাপাশি তাঁর নাম বাদ পরার কারণ নিয়েও প্রশ্ন তোলেন তিঁনি।
অন্যদিকে, প্রশাসন তরফে জানানো হয়েছে এর আগে একবার মঙ্গলাকান্ত রায় সরকারি প্রকল্পে বাড়ি পেয়েছেন। তাই সরকারি নিয়ম অনুযায়ী দ্বিতীয়বারের জন্য তিঁনি আবাস যোজনার বাড়ি পেতে পারেন না। জানা গিয়েছে, স্বস্ত্রীক মঙ্গলাকান্ত রায় ময়নাগুড়ির গ্রামে কাঠের দোতলা একটি বাড়িতে বসবাস করেন। ২০১৭ সালে বঙ্গরত্ন পুরস্কার পাওয়ায় রাজবংশী সম্প্রদায়ের জন্য সরকারি প্রকল্পে বরাদ্দ বাড়ি থেকেই একটি বাড়ি পেয়েছেন সংগীতশিল্পী।
যেখানে একদিকে, দোতালা-চারতলা পেল্লায় পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের তালিকায় নাম উঠেছে বহু জনার, সেখানে প্রথম তালিকাতে নাম থাকা সত্ত্বেও কেন তাঁর নাম আবাসের তালিকা থেকে বাদ দেওয়া হল, এই প্রশ্নেই সরব পদ্মশ্রী’ পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী। এবিষয়ে সেখানের বিডিও শুভ্র নন্দীর বক্তব্য, ”উনি আগেই একটি বাড়ি পেয়েছেন সরকারি প্রকল্পের আওতায়। শর্ত অনুযায়ী একবার বাড়ি পেয়ে গেলে তিঁনি আর পাবেন না। সেই শর্ত মেনেই আবাস যোজনার দ্বিতীয় তালিকা থেকে নাম বাদ গিয়েছে তাঁর। নিয়ম বহির্ভূত কিছুই হয়নি।”