আল্লাহকে অপমান! পাকিস্তানে গ্রেফতার চিনের ইঞ্জিনিয়ার, গভীর সংকটে বেজিং-ইসলামাবাদ সম্পর্ক

বাংলা হান্ট ডেস্ক : উত্তর পাকিস্তানে (Pakistan) চিনের (China) এক ইঞ্জিনিয়রকে গ্রেফতার করল সেদেশের প্রশাসন। এই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহকে অপমান করার অভিযোগ প্রকাশ্যে আসছে। খবর সামনে আসতেই। বিরাট সংখ্যক পাকিস্তানি নাগরিক জমায়েত হয়ে বিরোধ দেখাতে শুরু করে।

জানা যাচ্ছে, মুসলিম জনতার ওই ভিড়ের উদ্দেশ্যই ছিল ওই চিনা ইঞ্জিনিয়ারকে আক্রমণ করা। জানা এক মুসলিম ব্যক্তির সঙ্গে কথা-কাটাকাটিট সময় আল্লহর অপমান করে ফেলেন তিনি। চিনা কোম্পানি গেঝৌবা গ্রুপে কর্মরত ছিলেন। দাসু হাইড্রোপাওয়ার প্রকল্কে কাজ করছিলেন তিনি। গত রবিবার সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করে পাকিস্তান পুলিস।

pakistan

ইসলামাবাদ থেকে ৩৫০ কিমি দূরের একটি ক্যাম্প থেকে গ্রেফতার করা হয় তাঁকে। পাক পুলিস সূত্রে খবর, যাতে কোনও অপ্রীতিকর ঘটনার না ঘটে তাই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাখতুনখোয়া এলাকার কোহিস্তান গ্রামে। প্রসঙ্গত, মাস খানেক আগে ওই ক্যাম্পে শর্টসার্কিট থেকে আগুন লেগে যায়। এই প্রকল্পে কর্মরত মুসলিম শ্রমিকরা ওই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে আল্লাহকে অপমানের অভিযোগ সামনে আনে।

এই ঘটনার পরই বন্ধ হয়ে যায় রাস্তার ক্যাম্প। চিনা তাঁবুগুলির সামনেও জড়ো হতে থাকে পাকিস্তানি মুসলিনদের ভিড়। জানা যাচ্ছে, রমজান চলায় মুসলিম শ্রমিকরা খুব ধীরে কাজ করছিলো। এই সময়ই ওই ইঞ্জিনিয়ার শ্রমিকদের দ্রুত হাত চালাতে বলে। ওই এলাকা থেকে কিছুটা দূরেই ছিল কারাকোরাম হাইওয়ে। সেই হাইওয়ে বন্ধ করে দেওয়া হয়।

এই ঘটনায় পাকিস্তানে কর্মরত চিনা নাগরিকদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে যায়। রীতিমতো দাঙ্গা লর অবস্থাও তৈরি হয়ে যায়। স্থানীয় মওলানারা বসে ঠিক করবেন ওই চিনা ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে মামলা দয়ের করা হবে কি হবে না।

Sudipto

সম্পর্কিত খবর