আফগানিস্তানে তালিবান রাজে খুশি পাকিস্তান, বলল আমাদের প্রচেষ্টা ইতিহাস হয়ে থাকবে

বাংলা হান্ট ডেস্কঃ এর আগেই জানা গিয়েছিল আফগানিস্তানের তালিবান সরকারকে অন্যান্য দেশ যাতে মান্যতা দেয় তার জন্য মরিয়া প্রয়াস করবে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি এবার নিজেই জানালেন প্রধানমন্ত্রী ইমরান খানের নির্দেশ অনুযায়ী উজবেকিস্তান, তাজিকিস্তান, আজারবাইজান এবং ইরান সফরে যাচ্ছেন তিনি। সেখানে প্রতিটি দেশের সঙ্গে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করবে পাকিস্তান। প্রসঙ্গত উল্লেখ্য, আফগানিস্তানে তালিবানের ক্ষমতা দখলের পিছনে প্রচ্ছন্ন মধ্যে ছিল পাকিস্তানের কথা সকলেরই জানা। তাই আফগানিস্তানের তালিবানরা যে খুশি পাকিস্তান।

সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী পররাষ্ট্রমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি জানিয়েছেন, “কোনো দেশই পাকিস্তানকে উপেক্ষা করতে পারে না কারণ পাকিস্তান যুক্তরাষ্ট্র ও তালিবানকে আলোচনার টেবিলে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।” শুধু তাই নয় তিনি এও জানান পাকিস্তান শান্তির পক্ষে। তারা আফগানিস্তান থেকে বিভিন্ন দেশের সাংবাদিক, রাজ নায়কদের বের করে আনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখনও পর্যন্ত প্রায় ৯০০ কূটনীতিককে সরিয়ে নিয়েছে পাকিস্তান। মন্ত্রীর মতে, বিদেশী কূটনীতিক, সাংবাদিক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাদের জন্য পাকিস্তানের সমস্ত বিমানবন্দর খুলে রাখা হচ্ছে এবং তাদের জন্য ট্রানজিট ভিসারও ব্যবস্থা করা হয়েছে।

তিনি পরিষ্কার জানান, আফগানিস্তানে তালিবান সরকার মেয়েদের শিক্ষার উপর কোন বাধা দান করবে না। তবে তালিবান সরকারকে পাকিস্তান মেনে নেবে কিনা তা ঠিক করবেন প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার মন্ত্রি পারিষদ। প্রসঙ্গত তোর্খাম এবং চমন সীমান্তে উত্তেজনার যে রিপোর্ট প্রকাশিত হয়েছিল সংবাদমাধ্যমে তাও সম্পূর্ণ অস্বীকার করেছেন তিনি। “ডন” সংবাদপত্রে প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী মুলতানের এক সভায় কুরেশি বলেন, “পুরো বিশ্ব জানে যে আফগানিস্তানে একটি দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা ছিল।”

IMG 20210818 185259

সাথে সাথেই তাঁর দাবি, পাকিস্তান যেভাবে তালিবান সরকারকে মান্যতা দানের জন্য চেষ্টা করে চলেছে তাতে গোটা বিশ্ব তাদেরকে একটি দায়িত্বশীল দেশ হিসেবে সম্মান জানাবে। সংবাদপত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী শাহ মহম্মদ কুরেশি দাবি করেছেন, তিনি আশরাফ ঘানির সঙ্গেও কথা বলেছিলেন তালিবানদের সঙ্গে আলোচনা চালানোর জন্য, কিন্তু আশরাফ তাতে রাজি হননি।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর