ভারতের এক সিদ্ধান্তেই ঘুম উড়েছে কাঙাল পাকিস্তানের! হাহাকার পড়শি দেশের জনগণের মধ্যে

বাংলা হান্ট ডেস্ক: এমনিতেই বর্তমান সময়ে তীব্র সঙ্কটের মধ্যে রয়েছে পড়শি দেশ পাকিস্তান (Pakistan)। এদিকে, ভারত ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্কও বন্ধ। যার ফলে পাকিস্তানের ওপর অত্যন্ত খারাপ প্রভাব পড়ছে। শুধু তাই নয়, ভারতের একটি পদক্ষেপের জেরে ইতিমধ্যেই পাকিস্তানে পেঁয়াজের দাম আকাশ ছুঁয়েছে। যার জেরে প্রত্যক্ষভাবে প্রভাবিত হচ্ছেন সেদেশের মানুষ। মূলত, ভারত পেঁয়াজের রপ্তানি নিষিদ্ধ করায় এই দাম বাড়ছে। তবে, এর সুযোগ নিচ্ছেন পাকিস্তানের পাইকারি ব্যবসায়ীরা।

জানিয়ে রাখি যে, গত ৮ ডিসেম্বর, ২০২৩-এ, ভারত ২০২৪ সালের মার্চ পর্যন্ত পাকিস্তানের কাছে পেঁয়াজ বিক্রি নিষিদ্ধ করার ঘোষণা করেছিল। এরপর পাকিস্তানের সাধারণ মানুষের কাছে পেঁয়াজ কেনাটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এদিকে, ওই দেশে পেঁয়াজের পাইকারি ব্যবসায়ীরা বেশি করে পেঁয়াজ কিনে মজুত করেছেন। এই কারণে পাকিস্তানে পেঁয়াজের দাম দ্রুত ১২০ টাকা প্রতি কেজি থেকে বেড়ে প্রতি কেজিতে ১৬০ থেকে ১৮০ টাকা পর্যন্ত পৌঁছেছে। এরপর থেকেই পাকিস্তানে পেঁয়াজের দামে বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে।

Pakistan is in trouble with one decision of India

পাকিস্তানে পেঁয়াজের দাম কেন বাড়ল: এদিকে, পেঁয়াজের দাম বৃদ্ধির কারণে ইতিমধ্যেই মুদ্রাস্ফীতির কবলে পড়া গ্রাহকদের বেশি মূল্য দিয়েই পেঁয়াজ কিনতে হচ্ছে। উল্লেখ্য যে, পাকিস্তানে পেঁয়াজের উৎপাদন ব্যাপকভাবে কমে গেছে। এই কারণে গত তিন মাসে পেঁয়াজের দাম স্থানীয়ভাবে দ্বিগুণেরও বেশি বেড়েছে। এদিকে ভারতও পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করেছে।

আরও পড়ুন: হোটেল, ওয়াটার রিসর্টের পর এবার সি প্লেন! লাক্ষাদ্বীপের হালহকিকত ফেরাতে বড় উদ্যোগ কেন্দ্রের

ভারত থেকে সস্তায় পেঁয়াজ কিনতে চায় পাকিস্তান: এমতাবস্থায়, যত তাড়াতাড়ি সম্ভব ভারত যাতে পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেয় সেজন্যে পাকিস্তান যথাসাধ্য চেষ্টা করছে। পাকিস্তান আশাবাদী যে ভারতের বাজারে পেঁয়াজের দাম কমার কারণে খুব শীঘ্রই পেঁয়াজ রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে।

আরও পড়ুন: ভারতের প্রথম মাঝারি উচ্চতার ড্রোন বানাল আদানি গ্রুপ, তুলে দেওয়া হল নৌবাহিনীর হাতে, চমকে দেবে ক্ষমতা

পাকিস্তানে পেঁয়াজের দাম আরও বাড়তে পারে: পাকিস্তানি সংবাদপত্র ‘ডন’-এর সাথে কথা বলার সময়ে ফালাহি আঞ্জুমান পাইকারি সবজি বাজার সুপার হাইওয়ের সভাপতি হাজী শাহজাহান বলেন, মাঝারি মানের পেঁয়াজের পাইকারি দর প্রতি ৪০ কেজিতে ৭,০০০ টাকা রয়েছে। যেখানে উচ্চ মানের পেঁয়াজের ৪০ কেজির দাম ৮,০০০ টাকারও বেশি।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর