বাংলাহান্ট ডেস্কঃ পাকিস্তানকে (Pakistan) বারাবার সন্ত্রাসবাদী, আতঙ্কবাদী দেশ হিসাবে চিহ্নিত করা হয়। পাকিস্তান প্রথম থেকেই সন্ত্রাসবাদ কাজকর্মের সঙ্গে যুক্ত। একদিকে যেমন তাঁরা কাশ্মীর বিষয়ে সবসময় ক্ষিপ্ত থাকে, তেমনই অন্যদিকে তাঁরা করোনা ভাইরাসে (COVID-19) আক্রান্তদের POK তে পাঠানোর ব্যবস্থা করছে। এর দ্বারা প্রমাণিত হচ্ছে যে পাকিস্তান POK বিষয় নিয়ে কি ধারণা পোষণ করে। পাকিস্তানের এরূপ ভাবনায় POK-এর অধিবাসীরা বিরোধিতাও করছে।
পাকিস্তানে দিনে দিনে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রায় ৬০০ এরও বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে যখন POK এর বাসিন্দারা বুঝতে পারল যে পাক সরকার করোনা আক্রান্তদের POK তে পাঠাতে চাইছে, তখন তাঁরা মাংলা ব্রিজ আটকে দেয়।
বর্তমানে POK এর মানুষেরা পাক সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন এবং পাক সরকারের গৃহিত সিদ্ধান্তের বিরুদ্ধেও রুখে দাঁড়িয়েছে। হার্পিও-এর নাগরিকরা এটা বুঝতে পেরেছে যে পাকিস্তান সরকার কাশ্মীরকে তাঁদের অধিগ্রহণে আনার জন্য কিভাবে এখনও লড়াই চালিয়ে যাচ্ছে। সেই কারণে পাকিস্তানের কোয়ারেন্টিন সেন্টারের অবস্থা অনেকটাই খারাপ। একে তো ওখানে চিকিৎসা ব্যবস্থা এবং ওষুধের সমস্যা দেখা দিচ্ছে, এবং অন্যদিকে সেখানে একটা কোয়ারেন্টিন সেন্টারে একসঙ্গে ৫ জনকে রাখা হচ্ছে। পরিস্থিতি এমন ভয়াবহ আকার ধারণ করছে যে সেখানে বিশুদ্ধ পানীয় জলও পাওয়া যাচ্ছে না।
পাকিস্তান এর আগেও করোনা বিষয়ে তেমন কোন ভ্রূক্ষেপ দেখায়নি। ১৩৫ জন মানুষকে করোনা পজেটিভ পাওয়ার পরও তাঁরা কোন কর্নপাত করেননি। তাঁদের সঠিক চিকিৎসা না করেই ছেড়ে দেওয়া হয়েছিল।